আমাদের কথা খুঁজে নিন

   

যুগ সমাচার ...



যুগটা আসলেই অনেক চেঞ্জ হয়ে গেছে। অধিকাংশ মেয়ে এখন একজন বয়ফ্রেন্ড রাখার পাশাপাশি অনেকগুলা ছেলেবন্ধু রাখে যারা বিএফ না তাদের সাথে সব করা যাবে জাস্ট কিস বা শরীর টাই দেয়া যাবে না। এইটা বিএফ এর সম্পত্তি । কিন্তু রাত জেগে বিএফ কে কষ্ট দিয়ে ছেলে বন্ধুর সাথে কথা বলা,ঘুরে বেড়ানো এইটা কোনো ম্যাটার ই না। আর ফেসবুক বা অন্যান্য সোসাল নেটওয়ার্কিং সাইটগুলোতে হাজার হাজার ফ্রেন্ড তো আছেই ।

যারা আবার অনেক ক্লোজ। অথচ অধিকাংশ মেয়ে তার বিএফ কে অন্য কোনো মেয়ের সাথে দেখলেই হইছে কাম.... পোলার গুস্টি উদ্ধার করে ছাড়বে। কিন্তু নিজেরা হাজার হাজার অপজিট সেক্সের লোকের সাথে সেক্স বাদে সব কিছু করলে দোষ নাই। এখানে যে তাদের বিবেক বাধা দেয় না তা না। বিবেক ঠিক ই বাধা দেয়।

সে ক্ষেত্রে তারা বিবেক কে বিভিন্ন যুক্তি দিয়ে চুপ করিয়ে দেয়। যেমন:আরে ফ্রেন্ড ঈ তো। অথচ তার অধিকাংশ ফ্রেন্ড তাকে ফ্রেন্ডের বাইরে অনেক কিছু ভাবে এবং কখনোই মনে মনে চায় না তার মেয়ে বন্ধুটার রিলেশন টিকুক। পৃথিবীতে মে বি কখনোই আর সত্য যুগে ফিরিয়ে নেয়া সম্ভব না। একটা জিনিস ভেবে দেখলাম অধিকাংশ মানুষ আজকের এই কলি যুগে পাপ করছে সেটাকে নিজের মন মত পূন্যের শ্রেণীতে ফেলে।

আজ একজন ঘুষখোড় যখন ঘুষ নেয় তখন নিজের মন কে স্বান্তনা দেয় অল্প একটুই তো নিছি অথবা আমার চাইতেও বড় ঘুষখোড় আছে তাই মনে করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।