আমাদের কথা খুঁজে নিন

   

সকল ড্রাইভের ফরম্যাট করা , ডিলেট হওয়া বা নষ্ট হওয়া (HDD, PEN DRIVE, Memory card Etc) ডাটা রিকভার করুন খুব সহজে , ICDR দিয়ে

আসসালামু আলাইকুম । আশাকরি সবাই ভাল আছেন । আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্ব পূর্ন সফট শেয়ার করতে যাচ্ছি । এ সফটটির নাম 'I care data recovery ' নাম শুনেই হয়তো সবাই বুঝে গেছেন এর কাজটা কি । আসলে যখন কোন গুরুত্বপূর্ন ডাটা আমরা হারাই তখনই বুঝি এর গুরুত্বটা কত ।

এই সফটির সাহায্যে আপনারা ১.পেন ড্রাইভ ২.মেমরি কার্ড ৩.হার্ড ড্রাইভ ইত্যাদির ডিলেট করা ডাটা, বা ফরমেট করা পার্টিশনের সকল ডাটাই পুনরুদ্ধার করতে সক্ষম হবেন । তাই দেরি না করে এখনি ডাউনলোড করুন । DOWNLOAD (3.5MB) এখন iCDRP5.1wSK.rar ফাইলটি Winrar দিয়ে ওপেন করে সবগুলো ফাইল এক্সট্টাট করান । এবার iCDRP5.1.exe run করান । Install শেষে সফটটি ওপেন করে রেজিষ্টারে ক্লিক করে Exterct করা KEY ফাইলটির KEY গুলো কপি করে রেজিষ্টার করুন ।

এবার ফরমেট রিকভার করত চাইলে মেইন মেনু থেকে ফরমেট রিকভারে ক্লিক করে ড্রাইভ সিলেক্ট করে Recover লেখাতে ক্লিক করুন । এরপর পার্টিশন কত পার্সেন্ট রিকভার করা যাবে তা দেখাবে । এবার ড্রাইভ সিলেক্ট করে Show files এ ক্লিক করুন । এরপর যে ফাইল রিকভার করবেন সেটি সিলেক্ট করে Save files এ ক্লিক করুন । কাজ শেষ ।

কাজে লাগলে জানাবেন । 

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.