আমাদের কথা খুঁজে নিন

   

নতুন আইম্যাক আনল অ্যাপল

সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানিয়েছে, চতুর্থ প্রজন্মের কোয়াড কোর প্রসেসরের আইম্যাকে নতুন গ্রাফিকস ও পরবর্তী প্রজন্মের ওয়াই-ফাই প্রযুক্তি রয়েছে। এছাড়া সঙ্গে থাকছে পিসিএলই ফ্ল্যাশ স্টোরেজ অপশন।
বিশ্বের শীর্ষস্থানীয় পিসি নির্মাতা অ্যাপলের আইম্যাকটি আগের মডেলের চেয়ে পাতলা ও উজ্জ্বল পর্দার বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিলিপ স্কিলার বিজ্ঞপ্তিতে জানান, ডেস্কটপ দেখতে কত সুন্দর ও দ্রুতগতির হতে পারে, তার উদাহরণ হবে আইম্যাকের নতুন ভার্সন। নতুন মডেলে ব্যবহার করা হয়েছে ইনটেলের সর্বশেষ মডেলের প্রসেসর, দ্রুতগতির গ্রাফিক্স ও পরবর্তী প্রজন্মের ৮০২.১১ এসি ওয়াই-ফাই।


২১.৫ ইঞ্চি ও ২৭ ইঞ্চি পর্দার আইম্যাকে রয়েছে ২.৭ গিগাহার্টজ কোয়াড কোর ইনটেল কোরআই ফাইভ প্রসেসর ও নতুন আইরিশ প্রো গ্রাফিকস। কোয়াড কোর ইনটেল কোর আইসেভেন প্রসেসরকে ৩.৫ গিগাহার্টজ পর্যন্ত বাড়ানো যাবে। এটি আইম্যাকের আগের মডেলটির চেয়ে ৪০গুণ বেশি গতিসম্পন্ন।
ক্রেতারা আইম্যাকের স্টোরেজ এক টেরাবাইট থেকে তিন টেরাবাইটে বাড়িয়ে নিতে পারবে। এছাড়া এর সঙ্গে থাকছে চারটি ইউএসবি ৩.০ পোর্ট।


২১ ইঞ্চি আইম্যাক পাওয়া যাবে ২.৭ গিগাহার্টজ কোয়াড কোর ইনটেল কোর আই ফাইভ-এ। এটি সর্বোচ্চ ৩.২ গিগাহার্টজ গতিতে তথ্য বিশ্লেষণ করতে পারবে। ডিভাইসটি খুচরা দাম ধরা হয়েছে ১৩০০ ডলার।
২৭ ইঞ্চি পর্দার আইম্যাক ৩.২ গিগাহার্টজ কোয়াড কোর ইনটেল কোর আই ফাইভ এর দাম ধরা হয়েছে ১৮০০ ডলার।
২৪ সেপ্টেম্বর থেকে অ্যাপলের অনলাইন স্টোর ছাড়াও অথরাইজড রিসেলারদের কাছ থেকে আইম্যাক কেনা যাবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.