আমাদের কথা খুঁজে নিন

   

নতুন পোশাক

নগরদোলার সিঙ্গেল কামিজ
তারা নিয়ে এসেছে নতুন ডিজাইনের সিঙ্গেল কামিজ।
‘এক্সক্লুসিভ’ এবং ‘ইকোনমি’ নামে লিলেন ও কটন, দুই ধরনের কাপড়ে সিঙ্গেল কামিজগুলো জিনস বা লেগিংস দিয়ে পরা যাবে। পোশাকগুলোতে রয়েছে বৈচিত্র্যময় রংয়ের সমাহার। প্রতিটি ডিজাইনেও রয়েছে প্যাটার্ন ও চেকের ব্যবহার। অধুনা উপাদান দিয়ে নকশা করা পোশাকগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে লেস, প্যাচওয়ার্ক ও কাটিং প্যাটার্ন।


নগরদোলার সিঙ্গেল কামিজ
নগরদোলার সিঙ্গেল কামিজ
এই আবহাওয়ায় পরার উপযোগী এসব সিঙ্গেল কামিজের মূল্য ৯৯০ থেকে ২ হাজার ২৯০ টাকা পর্যন্ত। নগরদোলার সবকটি বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে এই পোশাক। এছাড়াও রয়েছে ১২টি রংয়ের লেগিংস এবং ওড়না।
শরতের আয়জনে কে ক্র্যাফ্‌ট
এ আয়োজনে থাকছে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, টপস্‌, স্কার্ট, পাঞ্জাবি, শর্ট-পাঞ্জাবি, টি-শার্ট এবং অলংকার। প্রধানত সুতি ও এন্ডি কাপড়ে তৈরি পোশাকগুলোতে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ ও এমব্রয়ডারি করা হয়েছে।

যারা ঈদের বাজারের ভিড় এড়িয়ে আগেই কেনাকাটা সেরে ফেলতে চান, তারা এখনই কে ক্র্যাফটের বিক্রয়কেন্দ্রগুলো ঘুরে আসতে পারেন।
অঞ্জন’সয়ের শাড়ি
অঞ্জন’সয়ের শাড়ি
শরতে অঞ্জন’স
ঋতুর পালাবদলে প্রচলিত ফ্যাশন পণ্যে মৌসুমভিত্তিক আবহে যুক্ত হয়েছে ডিজাইনারদের মুন্সিয়ানা। অঞ্জন’সের প্রোডাক্ট লাইনে ফেব্রিক আর কাটিং বৈচিত্র্যে থাকছে লং ফতুয়া, কামিজ এবং মিশ্র রংয়ের শাড়ি। ফ্যাশন উপকরণেও থাকছে সাম্প্রতিক সংগ্রহ।
 
ছবি সৌজন্যে: স্ব স্ব প্রতিষ্ঠান


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.