আমাদের কথা খুঁজে নিন

   

২৬ অক্টোবর ঢাকায় সমাবেশ করবে সিপিবি-বাসদ

আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক জোটের মুখোমুখি অবস্থানের মধ্যে দুই জোটের বাইরে থাকা এই দুই বাম দল বৃহস্পতিবার  এই ঘোষণা দেয়।
সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন করতে হবে। ওই সময় গণনা শুরুর দিন থেকে সরকার হটানোর জোরদার আন্দোলনের হুমকি রয়েছে বিরোধী দলের।  
এর মধ্যেই ২৬ অক্টোবর বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে সিপিব ও বাসদ। টাকার খেলা, পেশিশক্তি, প্রশাসনিক কারসাজি ও সাম্প্রদায়িক প্রচারণামুক্ত অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এই সমাবেশ হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচন কোন সরকারের অধীনে হবে, তা নিয়ে দুই জোটের দ্বন্দ্বে পিষ্ট হচ্ছে দেশের জনগণ।
“নির্বাচন যার অধীনেই হোক না কেন, সুষ্ঠু নির্বাচনের অন্যান্য শর্তগুলি নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই। নির্বাচনের নামে যে কালো টাকার খেলা, পেশিশক্তির মহড়া চলছে, তা বন্ধে নেই কোনো পদক্ষেপ। ”
বিবৃতিতে দুই প্রধান দলের সমালোচনা করে বলা হয়, “জোট-মহাজোট যে দলই ক্ষমতায় আসুক না, তারা যে জনগণের কথা ভাবে না, তা প্রমাণিত। ইতোমধ্যেই তারা জনগণের আস্থা হারিয়েছে।

দেশ ও জনগণকে বাঁচাতে তাই প্রয়োজন বিকল্প রাজনৈতিক শক্তির। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।