আমাদের কথা খুঁজে নিন

   

দ্বি-ঋতুর দেশ বাংলাদেশ (রম্য)

এখানে সিন্ডিকেটবাজদের পাত্তা দেয়া হয় না

ক্লাসের ১০০ স্টুডেন্টের মধ্যে শেষ দিক থেকে যার রোল নং ১, সেই আন্ডারডগ ঝন্টু ২য় সাময়িকে শুরুর দিক থেকে ১ হোয়ে তাক লাগিয়ে দিল। এতে এতদিনের 'টপ টেন' ও তাদের অভিভাবকরা রাগ কোরল। তারা হেডস্যরের কাছে মামলা ঠুকে দিল। হেডস্যর ক্লাসটিচারদের নিয়ে 12 Angry Men মুভির মতো মিটিংএ বোসল। ঝন্টু কী কোরে ১ হোল- এ নালিশ উত্থাপন করা মাত্রই সবাই একত্রে বাংলা টিচারের দিকে আঙুল তাক কোরল।

এই ১ টিচারই ঝন্টুকে প্রায় ২০-২৫ মার্কস এগিয়ে দিয়েছে। বাংলাতে ঝন্টু পেয়েছে ৮৫, যেখানে এতদিন সর্বোচ্চ ৬৫ দেয়ার আইন ছিল। হেডস্যর মিজাজ বিগড়ে বাংলাবাবুর পানে তাকায়। এই বাংলা বেশ পাগলা। বাংলাবাবু ১ অপ্রকৃতিস্থ হাসি দিয়ে বলে- স্যর ব্যাপারটা হোল গিয়ে আপনার সৃজনশীল।

যেমুন, পরীক্ষায় ১টা কোয়েস্চান ছিল- *বাংলাদেশ ষড়ঋতুর দেশ- আলোচনা কর। *ঋতুগুলোর বৈশিষ্ট্য তোমার চোখে কী রূপে ধরা দিয়েছে? *তোমার দৃষ্টিতে বাংলার জনজীবনকে ঋতুগুলো কীভাবে প্রভাবিত করে? এর উত্তরে অন্য সবাই পুঁথিগত মুখস্থ বিদ্যা ঝেড়েছে। সবাই লেখকের দৃষ্টিতে উত্তর দিয়েছে, নিজের দৃষ্টিতে নয়। অথচ ঝন্টুর উত্তরের সারাংশ দেখুন স্যর- বাংলাদেশ আসলে ষড়ঋতুর দেশ না। এটা পুরাকালের উপকথা।

বাংলাদেশ দ্বিঋতুর দেশ। গ্রীষ্ম আর শীত। ৩মাসব্যাপী শীতে মূল কাজ কম্বলের নিচে গড়াগড়ি দেয়া, শীতের পোশাক কেনা, গায়ে পেট্রোলিয়াম জেলি আর ময়েস্চারাইজার লাগানো, ঠোঁটে লিপজেল দেয়া। আর বছরের ৯মাস জুড়ে থাকে গ্রীষ্ম, যা বর্ষা শরত্‍ হেমন্ত বসন্তকে গলাধঃকরণ কোরে ফেলেছে, গর্মিতে ৯মাসব্যাপী গা ঘামে আর চামড়া চিড়বিড় করে। মানুষের মূল কাজ গায়ে ভেজা গামছা জড়িয়ে বোসে থাকা, চান করা, শরবত আইসক্রিম ফালুদা খাওয়া, শপিংএর ভং ধরে এসি লাগানো মার্কেটে ঘুরঘুর করা, রুমাল দিয়ে ঘাম মোছা।

ঠিক তখন হেডস্যর রুমাল দিয়ে ঘাম মুছছিল আর অন্যরা ঘামে চান করছিল। হেডস্যর আচমকা চিল্লানি দেয়- মামলা ডিসমিস। ঝন্টু বেকসুর খালাস। এবং ঝন্টু কেন সৃজনশীল পদ্ধতিতে ১ হবে না, জানতে চেয়ে টপ টেন, তাদের অভিভাবক ও অন্য স্যরদের প্রতি শোকজ জারি করা হোল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।