আমাদের কথা খুঁজে নিন

   

'মেয়েরা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে'

মিশেলকে [বাঁধনের মেয়ে] নিয়ে হিমশিম খাচ্ছেন মনে হয়।

হ্যাঁ। মেয়েটা আমার এত চঞ্চল হয়েছে না, হিমশিম খেতে হয়। তবুও ওর চঞ্চলতা আমার ভালো লাগে। ওকে নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করি আমি।

 

হ্যাঁ, অভিনয় থেকে তো দূরে সরেই আছেন।

আসলে আমি আমার মেয়েকে ছেড়ে অন্য কিছুতে ডুবে থাকতে পারছি না। আগে আমার মেয়ে, তারপর বাকি সব। তাই টাইম শিডিউল মেলাতে পারি না। এ কারণে অভিনয়টা নিয়মিত করতে পারছি না।

যারা আমার বিষয়টা বুঝে কাস্ট করেন, শুধু তাদের নাটকই করি।

 

কিন্তু আপনার অভিনীত সিরিয়াল তো প্রচার হচ্ছে।

ওই যে বললাম, যেসব নির্মাতা আমার বিষয়টা বোঝেন, তাদের কাজ করি। আর সিরিয়ালে তো ধরুন নিয়মিত কাজ হয়। সকালে গিয়ে কাজ করে সন্ধ্যার পর ফিরে আসি।

কিন্তু সিঙ্গেল নাটকে অভিনয় করাটা কষ্ট হয়ে যায়। আমি কোনোভাবেই রাত ৮টার পর শুটিংস্পটে থাকি না। তাই সিঙ্গেল নাটক করা হয় না। কারণ সিঙ্গেল নাটক নির্দিষ্ট দিনের মধ্যে শেষ করতে হয়।

 

সিরিয়াল থেকে রেসপন্স কেমন পাচ্ছেন?

এশিয়ান টিভির 'জীবন সংসার' সিরিয়ালের বেশ ভালো রেসপন্স পাচ্ছি।

এনটিভিতে প্রচার হচ্ছে সিরিয়াল 'তবুও জীবন'। এনটিভি হিসেবে যতটা রেসপন্স পাওয়ার কথা ততটা পাচ্ছি না।

 

সামনে কি কাজ করছেন?

ঈদের কিছু কাজ করব। কিছু কাজ এরই মধ্যে শেষও করেছি।

 

তাহলে অভিনয় নয়, সংসার নিয়েই ব্যস্ত আপনি?

বলতে পারেন।

তবে আমি শুধু অভিনেত্রী নই, একজন ডেন্টিস্টও। তাই ভাবছি একটা চেম্বার দেব। কিছুটা কাজও এগিয়েছি।

 

বর্তমান অভিনেত্রীদের উল্টো পথে হাঁটছেন আপনি। সবাই শুধু কাজ আর ক্যারিয়ারের পেছনে ছুটছে।

খুব অস্থির সবাই।

আসলে শুধু অভিনেত্রীরাই নন, অন্য সেক্টরের মেয়েদেরও একই অবস্থা। সবাই ক্যারিয়ারের পেছনে ছুটছে। আমার মনে হয় মেয়েরা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। তাই এই অবস্থা।

আসলে কেউ জানে না, তারা কি চায়। সব কিছু একসঙ্গে করতে চায়। যত পায় তত চায়। এটা একটা বিপদ।

 

আপনি যে অভিনয় থেকে দূরে, ভক্তরা অভিযোগ করে না?

করে না আবার! শুরু থেকেই আমাকে অভিযোগ শুনতে হয়।

আগে পড়ালেখার কারণে কম কাজ করতাম, এখন করি সন্তানের কারণে। ক্যারিয়ারের শুরু থেকেই আমি কম কাজ করেছি, কিন্তু ভালো কাজ করেছি। এভাবেই থাকতে চাই।

 

আপনার বর কিছু বলে না?

না। ওর এসব নিয়ে মাথাব্যথা নেই।

আমি যেভাবে চলতে চাই, ও তাতেই সাপোর্ট দেয়।

* শোবিজ প্রতিবেদক

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.