আমাদের কথা খুঁজে নিন

   

এদেশের মানুষের নাজুক ধর্মবীসশ্বাসকে পুজি করে যারা ধর্মব্যাবসা করে—



আমাদের বাসা রাস্তার পাশেই। একদিন বারান্দায় বসে আছি এমন সময় দেখলাম এক ভিক্ষুক যাচ্ছে কলেমা পড়তে পড়তে। একটা ছেলেকে দেখে সে বলল,"বাবা আল্লাহ্ র ওয়াস্তে কিছু টাকা দেন। সারাদিন কিছু খাই নাই মুসলিমই মুসলিম এর কষ্ট বুঝে ,বাবা দেন "। ছেলেটা ভিক্ষুক লোকটাকে ১০০ টাকা দিল।

ভিখারি লোকটি টাকাটা নিয়ে বলল," আল্লহ আপনার মঙ্গল করুক। " ছেলেটা বলল চাচা আমি তো হিন্দু। এতে ওই চাচা খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। টাকাটা হাতে নিয়েই অবাক হয়ে দাড়িয়ে রইল। কারন সেই লোকটা বিভিন্ন হুজুরের ওয়াজ - বক্তব্য শুনে এই জ্ঞান লাভ করেছিল যে বিধর্মীরা খারাপ,তারা ইসলামের শত্রু।

তাদের কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে না ,সাহায্য করা যাবে না। কিন্তু এই ছেলে তাকে কিভাবে টাকা দিল! কই সারা দিন দ্বারে দ্বারে ঘুরেও তো কেঊ তাকে ২-১ টাকা দিল না! তাহলে এই বিধর্মী ছেলেটা সব জেনে শুনে কিভাবে তাকে টাকা দিল! সে অবাক। ছেলেটা ব্যাপারটা বুজতে পেরে বলল ,"আরে রাখেন চাচা। সব মানুষই একজ়ন সৃষ্টিকর্তার সৃষ্টি। কে হিন্দু কে মুসলিম তাতে কি যায় আসে।

বড় কথা আমরা মানুষ। " **এভাবেই ধর্মের অপব্যাখ্যা দিয়ে ওলামা শাফি র মত ভন্ড ধর্মীয় নেতারা সহজ সরল মানুষের ব্রেইন ওয়াশ করে হানাহানি র পথে লেলিয়ে দেয় । এরকম ভন্ড নেতারা সব ধর্মেই আছে। তাই এখই সময় সচেতন হওয়ার। জয় বাংলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.