আমাদের কথা খুঁজে নিন

   

১৫ ভাগ আমেরিকান তরুণ-তরুণী ইন্টারনেট ব্যাবহার করেন না

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, আমেরিকার শতকরা ১৫ ভাগ তরুণ-তরুণী ইন্টারনেট ব্যাবহার করেন না। মূলত ইন্টারনেটের প্রতি কম আগ্রহ এবং কম্পিউটার ক্রয়ে অসামর্থ্যতা এই দুইটি কারণই এর জন্য দায়ী।
জরিপে আরও দেখা গেছে, যারা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের ৯২% মনে করেন তাদের ইন্টারনেট ব্যবহার করার কোন প্রয়োজন নেই। অধিকাংশ ইন্টারনেটে অনাগ্রহীরা কারণ হিসেবে বলেন “I just don’t care about it”। আর এক তৃতীয়াংশ বলেন just not interested”, “don’t need it” অথবা “think it’s a waste of time”।


জরিপে বলা হয়, আমেরিকার কম শিক্ষিত ব্যাক্তিদের মধ্যেই ইন্টারনেট ব্যবহার করার কোন ইচ্ছা নেই। এছাড়াও আমেরিকার গ্রামীণ অঞ্চলের লোকদের মাঝে ইন্টারনেট কম জনপ্রিয়।
ইন্টারনেটের প্রতি আগ্রহী, কিন্তু আর্থিক সমস্যার কারণে কম্পিউটার কিনতে পারেন না এমন লোক আমেরিকায় আছেন ১৩%। তাদের মধ্যে ৬% মনে করেন ইন্টারনেটের দাম খুব বেশী।
আর চোখ এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণে ইন্টারনেট ব্যাবহার করেন না ৪%।

এছাড়া কম্পিউটার ব্যাবহারকারীদের ৩% ইন্টারনেট ব্যাবহার করেন না ব্যাক্তিগত গোপনীয়তা, ভাইরাস, স্প্যাম, হ্যাকার ইত্যাদির কারণে।
বিঃদ্রঃ আমার এই লেখাটি সঞ্চারণে প্রথম প্রকাশিত হয়

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।