আমাদের কথা খুঁজে নিন

   

ভীষণ আক্ষেপ আমার (২)



ভীষণ আক্ষেপ আমার, আমি সাহসী পুরুষ নই... আমি অন্যায় দেখে ভীত, বেড়ালের মত, আমি নিরপরাধ, তবু অপরাধী, বিব্রত। সমাজে যত অন্যায় অন্যায্য কারবার, দেখি বারবার, আমি তবু নিশ্চুপ রই। উচ্চশিক্ষিত চোর দেখে আমি নিশ্চুপ রই... দেখি খুব শিক্ষিত জনে, লক্ষ টাকা দানে, হয় কর্মচারী তৃতীয় শ্রেণী, কোটি টাকা লোভে। দুর্নীতির টাকায় বাড়ি গাড়ি, আসবাব দামি তবু নিশ্চুপ আমি, আমার কিছুই বলার নাই। নির্লজ্জ ডাক্তার দেখে আমি লজ্জিত হই... মেডিকেলে কাতর রোগী, তিনি আসবেন ওবেলায় কাঙ্ক্ষিত তিনি চেম্বারে, ব্যস্ত দামি রোগী দেখায়।

মেডিকেলে মরে সস্তা রোগী। তিনি আবেগহীন প্রাণী, তবু ওনাতেই ভরসা মানি, আমার কিছুই করার নাই। চৌকশ ব্যবসায়ী দেখে আমি অবাক হয়ে যাই... নিজ স্বার্থে পাশের জনের, রিজিক কাড়ার কৌশল আছড়ে পরে কেড়ে নেয় সম্বল, সব অর্থলোভীর দল। টিকতে হলে শিখতে হবে, নয় ভালো নয় পরিণতি, এ ব্যবসায়ের রাজনীতি। অবাক আমি অবাক হয়েই রই।

তাই ভীষণ আক্ষেপ আমার, আমি সাহসী পুরুষ নই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।