আমাদের কথা খুঁজে নিন

   

আপনারা আমলাদের উস্কানি দিচ্ছেন: নাসিম

তিনি বলেন, “বিরোধী দলের বন্ধুরা প্রশাসনকে অচল করে দেবেন, আমলাদের উস্কানি দেবেন আর আমরা চুপচাপ বসে থাকব- এটা হতে পারে না। ”
শুক্রবার জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন নাসিম।
তিনি বলেন, “সম্প্রতি আমার একটি বক্তব্য নিয়ে বিরোধী দলীয় নেতারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তাদের এই চেষ্টা উদ্দেশ্যমূলক। বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই।


“আপনারা আমলাদের উস্কানি দিচ্ছেন, আমি তাদের সতর্ক করেছি মাত্র। ”
সম্প্রতি একটি আলোচনা সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, ২৪ জানুয়ারি পর্যন্ত সরকার থাকবে। এসময় পর্যন্ত সরকারের নির্দেশনা অনুযায়ী সরকারী কর্মকর্তাদের কাজ করতে হবে। যারা সরকারের নির্দেশনা মানবে না, তাদের কপালে দুঃখ আছে। ওইসব কর্মকর্তাদের বাড়িতে চলে যেতে হবে।


তার এই বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতারা এই বক্তব্যকে ‘বেআইনি ও রাষ্ট্রদ্রোহিতামূলক’ আখ্যা দেন।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে নাসিম বলেন, “মাহমুদুর রহমানের নেতৃত্বে উত্তরা ষড়যন্ত্র করতে চেয়েছেন আপনারা। ষড়যন্ত্র চক্রান্ত করেন আপনারা, তাই সবকিছুতেই ষড়যন্ত্র খুঁজেন। আমাদের মুখ আছে, মুখোশ নেই। আমরা জনগণের সামনে স্পষ্ট কথা বলি, ষড়যন্ত্র-চক্রান্ত করি না।


তিনি বলেন, সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রশাসন সরকারের কথামত চলবে। সব নির্বাচিত সরকার নিজ প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনকে ঢেলে সাজায়। আমেরিকান সরকারও তাদের এজেন্ডা বাস্তবায়নে নিজেদের মত করে প্রশাসন সাজায়।
বিএনপির ২৪ অক্টোবরের হুঁশিয়ারি নিয়ে সরকার বিচলিত নয় বলে জোর দিয়ে বলেন তিনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, “২৪ অক্টোবর নিয়ে বিএনপি হুমকি-ধমকি দিচ্ছে।

আসলে তারা নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে। আমরা তাদের নৈরাজ্যকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করব। ”
বিরোধী দলের উদ্দেশ্যে নাসিম বলেন, “নির্বাচন নিয়ে আলোচনা করতে মাননীয় স্পিকার সংসদে আসার আহ্বান জানিয়েছেন। আপনারা সংসদে আসুন, আলোচনা করুন। স্পিকারের মাধ্যমে আমাদের পক্ষ থেকে এটাই হয়তো শেষ আহ্বান।


আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম ও অভিনেতা এটিএম শামসুজ্জামান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.