আমাদের কথা খুঁজে নিন

   

অনান্য কাজ করার সময়ও ফেসবুক এর প্রতি মনযোগ ( সিরিয়াস/ফান পোস্ট)

দেশের স্বার্থে রাজনীতি করুন,নিজের স্বার্থে নয়।

ইদানিং দেখা যায়, অনেকেই স্ট্যাটাস দেয় ''Watching the movie : ..ডট..ডট...'' সিনেমা হলে মুভির interval এর সময় কয়েক মিনিট বিরতি দেয়া হয়, এ সময়ে অনেকে অনেক কিছুই করে থাকে। কেউ হয়তো স্ট্যাটাস দেয় '' হলে মুভি দেখতেছি, এখন বিরতি দিছে''। যাই হোক, একই যন্ত্রে মুভি দেখা আর facebook ব্যবহার করা যায় বলে, এ সময় স্ট্যাটাস দেয়া আরো বেশি সহজ। যেকোন কাজের সময়ই অন্য কিছুর প্রতি মনযোগ থাকলে কাজটা সর্বোচ্চ ভালো হয়না।

ঠিক তেমনভাবে মুভি দেখার সময় ''কখন facebook এ স্ট্যাটাস দিবো'' এই চিন্তায় থাকলে মুভিটাও খুব উপভোগ্য হওয়ার কথা না। অদূর ভবিষ্যতে হয়তো, আমরা এই ধরনের স্ট্যাটাস দেখতে পারি। * ভাত খাইতেছি কিন্তু গলা দিয়া ঢুকতেছে না, স্ট্যাটাস দিলাম এখন ঢুকবো। * বাথরুমে আছি, কি করতেছি কইলাম না, বুইজ্জা নেন * ঘুমাইতেছি, স্বপ্নে দেখলাম এখন আমার স্ট্যাটাস দেয়া দরকার - কতক্ষন ধইরা দেই না। * দুই হাতে মেহেদী দিয়ে বসে আছি, একটু পরে ধুয়ে ফেলবো ( শুধু মেয়েদের জন্য) * math করতেছি, কালকে exam, আজকেই প্রথম math করা শুরু করলাম।

এই লেখাটা সম্পুর্ন লেখকের উর্বর মস্তিষ্কের ফসল, অন্য কোন লেখা থেকে copy করা বা অনুপ্রানিত হয়ে লেখা না। তবুও যদি কোন লেখকের পূর্বের কোন লেখা বা ভবিষ্যতের কোন লেখার সাথে মিলে যায়, তা সম্পুর্ন কাকতালীয়,কাকখেজুরীয়, কোকিলতালীয়। (লেখাটি লেখার সময় লেখক was Watching the movie : ..ডট..ডট...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.