আমাদের কথা খুঁজে নিন

   

আ. লীগ একা হয়ে গেছে: মওদুদ  

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সরকার যে পরিকল্পনা করেছে তা কখনোই বাস্তবায়ন হবে না। জাতীয় পার্টির এরশাদ সাহেবও ঘোষণা করেছেন এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচনে যাবে না এবং তারা একা। ”
এ কারণে নিজেদের অবস্থানে অনড় থেকে আগামী নির্বাচনে করা সম্ভব হবে না, বলেন সাবেক এরশাদ সরকারের উপপ্রধানমন্ত্রী মওদুদ।


সিলেটে গত বুধবার এক জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে জাতীয় পার্টিও যাবে না।
দেশের চলমান রাজনৈতিক সংকটের জন্য বর্তমান সরকার দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, একতরফা ভাবে সরকার সংবিধান সংশোধন করে দেশের গণতন্ত্রকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। গণতন্ত্র না থাকলে দেশ থাকবে না।
ফাইল ছবি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পর বিএনপি ও এর শরিকরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
ফাইল ছবি
তারা বলছে, দাবি পূরণ না হলে তারা নির্বাচনে যাবে না।

তবে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন না করার বিষয়ে অনড় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।
সংবিধান সংশোধনের বিষয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, “চলমান অধিবেশন সংসদের শেষ অধিবেশন হলেও সংসদের মেয়াদ শেষ হবে ২৪ জানুয়ারি। কাজেই এই অধিবেশনে না আনলেও সংসদ ভাঙার আগে সংশোধনী আনার সুযোগ আছে। তাই সংসদ ভাঙার আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।


তিনি বলেন, “যদি ২৪ জানুযারির মধ্যে সংবিধান সংশোধন না হয় এবং সংবিধান যদি জনগনের আশা পূরণ করতে না পারে তাহলে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন হবে। ”
জিসাস চেয়ারম্যান আবুল হাসেম রানার সভাপতিত্বে বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।