আমাদের কথা খুঁজে নিন

   

আজ তদন্ত রিপোর্ট জমা দেবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

বড় আশা নিয়ে নেপাল গিয়েছিল ফুটবল দল। কিন্তু দেশে ফিরেছে শূন্য হাতে। প্রথম রাউন্ডের বেড়া টপকাতে পারেনি। চ্যাম্পিয়নশিপে শুধু ড্র করেছিল ভারতের বিপক্ষে। হেরেছে নেপাল ও পাকিস্তানের কাছে।

দলের ব্যর্থতায় টালমাটাল দেশের ফুটবল অঙ্গন। এই ব্যর্থতার কারণ খুঁজতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাদল রায়কে প্রধান করে গঠন করেছে তিন সদস্যের 'ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি'। এই কমিটি আজ সাফ ফুটবলে ব্যর্থতার রিপোর্ট জমা দেবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে।

এই কমিটি এক সপ্তাহ ধরে গভীরভাবে পর্যালোচনা করে ব্যর্থতার কারণ খুঁজে বের করেছে। কমিটির বাকি দুই সদস্য হচ্ছেন বাফুফের সহসভাপতি তাবিথ আওয়াল ও সদস্য সামসুল ইসলাম।

তবে তদন্ত করতে সব সময় এই দুজনকে কাছে পাননি কমিটির প্রধান বাদল রায়। রিপোর্টে কি থাকছে সে প্রসঙ্গে পরিষ্কার করে কিছু না বললেও সবার সঙ্গে আলোচনা করে করা হয়েছে জানান বাদল। তবে ইঙ্গিত দিয়েছেন, বলির পাঁঠা হচ্ছে ফিটনেস ট্রেনার ইয়াম আলী। বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে অভিযুক্ত করা হচ্ছে দুই কোচ লোডউইক ডি ক্রুইফ ও রেনে কোস্টার। ফিটনেস অনুশীলন প্রসঙ্গে বাদল বলেন, 'কোচ খেলোয়াড়দের সক্ষমতা না বুঝেই অতিরিক্ত অনুশীলন করিয়েছেন।

যে জন্য ইনজুরি বেশি হয়েছে। ' অবশ্য কোচ ক্রুইফ ও কোস্টার তদন্ত কমিটির কাছে নিজেদের দায় নিতে চাননি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।