আমাদের কথা খুঁজে নিন

   

তুমি তো একটিই বন্ধু আমার

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

তুমি তো একটিই বন্ধু আমার গোধূলী রং এর মিতালী বেলায় তুমি তো একটিই বন্ধু আমার হাত রেখেছিলে হাতে বলেছিলে কথা রাখালিয়া গানে। ঘাস ফড়িং এর মেলানো পাখায় প্রজাপতির রংঙন ডানায় আজও সেই কথাগুলো ভেসে বেড়ায় আমার মনের দোলনায়। মটরশুটির আল ধরে মেঠো পথের বাঁক মারিয়ে হাতে হাত ধরে দু'জনে পথ হারিয়েছি কত বন্য ফুলের ঘ্রাণে। লতার গায়ে জড়িয়ে সে ফুল গলার মালা আর কানের দুল ফুলকুমারী কন্যা আমি তুমি অচিন রাজকুমার। হারানো পথে ফিরে এসে আজও কাছে টানো বার বার। তুমি তো একটিই বন্ধু আমার। শাপলা ফুল আর বাবুই পাখির নীড়ে হাত বাড়াতে যখন তখন আমার কথা ভেবে বাঁশ বাগানের ছায়ায় ঘেরা পুতুল খেলার ঘরে তুমিই তো ছিলে বন্ধু আমার মনে পড়ে আজও যাকে। তুমিই তো বন্ধু আমার ফিরে আসো বার বার স্মৃতির পথটি ধরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।