আমাদের কথা খুঁজে নিন

   

হাতিয়ায় আওয়ামী লীগের পাল্টাপাল্টি ১৪৪ ধাø

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়ালীউর হাসান জানিয়েছেন, গতকাল দুপুর ১২টা থেকে আজ মধ্যরাত পর্যন্ত উপজেলা সদর ও আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এর আগে সকালে জেলা সদর থেকে হাতিয়ায় যাওয়ার সড়কগুলোর বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি ও হাতিয়া বজারে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

জানা যায়, হাতিয়ায় জনসংযোগ ও উপজেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত জনসভা ছিল গতকাল। এতে এমপি একরামসহ জেলা আওয়ামী লীগের নেতারা হাতিয়া যাওয়ার পথে প্রতিপক্ষ, সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলীর সমর্থকরা স্টিমারঘাট থেকে বয়ারচর চেয়ারম্যানঘাট পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার পথ শত শত গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন। একইভাবে হাতিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে ৫০ কিলোমিটার রাস্তায়ও গাছ ফেলে অবরোধ করে রাখা হয়। ফলে এমপি একরামসহ জেলা আওয়ামী লীগ নেতারা ওই জনসভায় যোগ দিতে পারেননি। পুলিশ সুপার পরিস্থিতি বেগতিক দেখে এমপি একরাম চৌধুরীসহ দলীয় লোকজনকে জেলা সদরে ফিরিয়ে আনেন। স্থানীয়রা আরও জানান, হাতিয়া নদীর এপার-ওপারে ছিল সাজ সাজ রব। আলীর বাজার ও হাতিয়া বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি থমথমে। লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করে এবং দোকানপাট হয়ে যায়। হাতিয়া থানার ওসি খোরশেদ আলম জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নোয়াখালী পুলিশ সুপার আনিসুর রহমান (পিপিএম) জানান, মোহাম্মদ আলী ও তার সমর্থকরা রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সংঘর্ষের আশঙ্কা ও পরিস্থিতি বুঝতে পেরে এমপি একরাম চৌধুরীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের জেলা সদরে ফিরিয়ে এনেছি। এখন পরিস্থিতি শান্ত। এদিকে, নোয়াখালী-৪ আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর কাছে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.