আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটে ১০০ নারীর জন্য আইটি স্কলারশীপ ঘোষনা



আইটিতে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট’ ১০০জন নারীর জন্য মোট ২০লাখ টাকা সমমানের ফুল ফ্রি স্কলারশিপ ঘোষনা করেছে। এর আওতায় এই ১০০জন নারী পাবেন সম্পূর্ণ বিনামূল্যে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও আউটসোর্সিং প্রশিক্ষনের সুযোগ। এর মধ্যে ৫০ জন সরাসরি ও ৫০জন অনলাইনে ঘরে বসে প্রশিক্ষনগ্রহণ করতে পারবেন। কি কি শেখানো হবে? ------------------------ ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট পরিচালিত প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সে শেখানো হবে এডবি ফটোশপ, এডবি ইলাস্ট্রেটর, ইন ডিজাইন, ফ্লাশ অ্যানিমেশন প্রভৃতি। ওয়েবডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সে শেখানো হবে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জে-কোয়েরি, পিএইচপি বেসিক, ওয়ার্ডপ্রেস, জুমলা প্রভৃতি।

চার মাসে এসব কোর্স সফলভাবে সম্পন্ন করার পর প্রত্যেক শিক্ষার্থীকে শেখানো হবে অনলাইন আউটসোর্সিং কাজের নানা পদ্ধতি সম্পর্কে। এতে ঘরে বসে অনলাইনে বহিঃবিশ্বের বিভিন্ন কাজ সম্পন্ন করা থেকে শুরু করে অর্থ লেনদেনের যাবতীয় কৌশল শেখানো হবে। কোর্স শেষে রয়েছে বাস্তবভিত্তিক প্রজেক্ট করাসহ সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা। পুরো কোর্সটিই হবে কর্মসংস্থানভিত্তিক ---------------------------------------- এই কোর্সটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে এই কোর্সটি ভালভাবে সম্পন্ন করার পর যে কেউ দেশে ও বিদেশে সরাসরি কর্মসংস্থানে প্রবেশ করতে পারে। দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে জব প্লেসমেন্টর সুযোগসহ অনলাইনে আয় করার বিশাল সুযোগ।

ক্রিয়েটিভ আইটি থেকে এসব বিষয়ে যাবতীয় সহযোগীতা করা হবে। কারা পাবেন এই স্কলারশীপ? ------------------------------- বাংলাদেশে বসবাসরত নারী যাদের ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং যাদের কম্পিউটারের বেসিক জানা আছে তারাই বিনামূল্যের এই স্কলারশিপ গ্রহনের সুযোগ নিতে পারবেন। এর আওতায় ছাত্রী, গৃহিনী, কর্মজীবি, বেকার যে কেউ আবেদন করতে পারবেন। তবে মেধাবী ও আর্থিকভাবে অক্ষম নারীদের অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদনের নিয়মাবলী --------------------------------- আগ্রহীদের এই স্কলারশিপের জন্য ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের ওয়েবসাইট (http://creativeit-inst.com/) এ গিয়ে অথবা অফিসে এসে ফরম পূরন করতে হবে।

আবেদেনের শেষ তারিখঃ ৩১ অক্টোবর,২০১৩। বিস্তারিত জানতে যোগাযোগঃ অর্কিড প্লাজা (৬ষ্ঠ ও ৭ম তলা), হাউজ-২, রোড-২৮ (পুরাতন), ধানমন্ডি, (রাপা প্লাজার সন্নিকটে), ঢাকা। ফোনঃ ০১৬১৪১৩৪৪২৪, ০১১৯৩০৯৪৫৪৫, ওয়েবসাইট ঃ creativeit-inst.com ফেসবুক গ্রুপঃfacebook.com/groups/creativeit

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.