আমাদের কথা খুঁজে নিন

   

মা আমরা তোমাকে ভালবাসি তোমার অপমান আমরা হতে দিব না। ব্লগার ভাইদের সহযোগিতা কামণা করছি।

এই ব্লগের তদবিরকারী বর্তমানে কমেন্টার হিসেবে কর্মরত আছে।

লেখাটা পড়লে আপনার গালে খুব জোরে একটা থাপ্পড় পরবে। সুতরাং মানসিকভাবে প্রস্তুত হোন। থাপ্পড় খাওয়ার জন্য অবশ্য আপনাকে একটু প্রাক্টিক্যাল ক্লাসও করতে হবে। মূলকথাঃ আমরা বাঙালীরা কত নীচ আজ এইটার একটা উদাহরন দিব।

http://www.google.com.bd/ তে যান এবার ‘Mother’ লিখে সার্চ দেন। এবার ফলাফল গুলো দেখেন। কি দেখলেন? এবার আরেকটা কাজ করেন খাঁটি বাংলায় ‘মা’ লিখে সার্চ দেন যাদের বাংলা লেখার কোন সফট নাই তারা আমার এই লেখা থেকে কপি করে সার্চ দেন। এবার ফলাফল গুলো দেখেন। কি দেখলেন? কেবলমাত্র ভাষাগত পার্থক্যের কারনে ‘মা’ এই পবিত্র শব্দটি সার্চ করলে কত নোংরা লেখা আমরা দেখতে পাই।

আমার প্রশ্ন হলঃ ১। ‘মা’ কি এতই সস্তা একটা শব্দ? ২। ‘মা’ কি কোন চটি শব্দ? বাংলাদেশে বুদ্ধিজীবীর সংখ্যা বেশি, এদেশে ব্লগারের সংখ্যা বেশি, বিশ্বের নামী দামি কোম্পানির ওয়েব সাইটের এস ই ও(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) করা হয় বাংলাদেশী ফ্রিল্যান্সার দিয়ে, এদেশের আর্টিকেল রাইটাররা বিশ্বমানের। তাহলে ‘মা’ শব্দটি লিখে গুগলে সার্চ দিলে নোংরা রেজাল্ট আসবে কেন? কারন আছে। আমি কাউকে ছোট করছি না।

নিচে কারণগুলো একটু দেখেন ১। টেক বিষয়ক ব্লগ ছাড়া যারা নিজের মনের তাগিদে ব্লগিং করে তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ধারনা নাই। ২। যারা জানে এস ই ও কি তারা বাংলায় ব্লগিং করে না, তারা ছোটে বিদেশি কোম্পানির কন্টেন্টের এস ই ও করার জন্য। আর তা না হলে চেষ্টা করে নিজের একটা ইংরেজি ব্লগ খুলে কিভাবে তাতে গুগল অ্যাডসেন্স লাগানো যায়।

৩। কিছু নিচু শ্রেনীর বেজন্মা সন্তান আছে যাদের কাজ চটি লেখা। এমনকি ‘মা’ নিয়েও এই বেজন্মাদের চটি লিখতে হয়। আমার কথা ‘সেক্স’ শব্দটি লিখে সার্চ দিলে সেক্স বিষয়ক যা খুশি আসুক, ‘চটি’ শব্দ লিখে সার্চ দিলে যা খুশি আসুক আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু ‘মা’ লিখে সার্চ দিলে কেন নোংরা গল্প আসবে? আমাদের কি কিছুই করার নাই? আজ থেকে ১৩ বছর আগে আমি ক্লাস ফাইভে পড়তাম।

তখন কখনো ভাবিনি নিজের একটা ফোন থাকবে, নিজের একটা কম্পিউটার থাকবে, এত সহজে পৃথিবীর সমস্ত মানুষের সাথে কানেক্টেড হতে পারব। অথচ আজ সেই জিনিসগুলোই বাস্তব। তাহলে চিন্তা করেন এর পরের ১৩ বছরে কি হবে? আমার সন্তান, আপনার সন্তানের পড়াশুনা থেকে সব কিছুই হবে অনলাইন ভিত্তিক। যদি এইভাবেই চলতে থাকে তাহলে ভাবেনতো যদি আপনার সন্তান ‘মা’ লিখে গুগলে সার্চ দেয় তাহলে সে কি শিখবে? মা সম্পর্কে তার ধারনা কি হবে? আপনাদের সবার বিবেকের কাছে আমি এই প্রশ্ন রেখে গেলাম। উপরের লেখাটি Mahmudul Hasan ভাইয়ের লেখা একটি স্ট্যাটাস।

বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে । আপানাদেরও ভাবাবে। সাধারণ ভাবে যে জিনিসগুলা বেশী সার্চ করা হয় বা যেই বিষয় সম্পর্কে বেশী আর্টিকেল লেখা হয় সেগুলোই সার্চ ইঞ্জিন প্রাধান্য দেয় এছাড়া কিওয়ার্ড অনুযায়ী অপ্টিমাইজ করলেও সার্চ ইঞ্জিনে ভাল র‍্যাঙ্ক পাওয়া যায়। এখন আমাদের কি করণীয় ??? আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হচ্ছে মা সম্পর্কে ভাল লেখার অভাবটা আমাদেরই পূরণ করতে হবে। আমরা কি পারি না ?? কিছুটা সময় মায়ের জন্য ব্যয় করতে?? আমরা যারা ভাল আর্টিকেল লিখতে পারি তারা ভাল ভাল আর্টিকেল লিখতে পারি তারা মা নিয়ে ভাল ভাল আর্টিকেল লিখুন ।

আর যারা সার্চ ইঞ্জিন সম্পর্কে ভাল জানেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের টিপস দিয়ে সহযোগিতা করুন। মাহমুদুল হাসান ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।