আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহীতে ফের তাণ্ডবে পলিটেকনিক ছাত্ররা

সোমবার বেলা ১১টা থেকে প্রায় সোয়া ঘণ্টা ধরে এই সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। ওই সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।  
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, দুই দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ছাত্ররা সকালে মিছিল নিয়ে রাজশাহী-নওগাঁ সড়কে ভাংচুরের চেষ্টা করে।
এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে শুরু হয় সংঘর্ষ।
এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে পুলিশের দিকে ঢিল ছুড়তে শুরু করে।

অন্যদিকে পুলিশ বাইরে থেকে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে।
এ সময় কিছু ছাত্র ক্যাম্পাসের ভেতরে চেয়ার টেবিল জড়ো করে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ক্যাম্পাসের ভেতরে ঢুকে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় ২০ জনকে আটক করা হয় বলে ওসি জানান।
তিনি জানান, আহতদের রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.