আমাদের কথা খুঁজে নিন

   

মিস টিনের ওয়েবক্যাম হ্যাকড

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯ বছর বয়সী হুমকিদাতা ওই ব্যক্তির নাম জেডার জেমস অ্যাব্রাহামস।
গত মাসে ওলফ জানিয়েছিলেন, তিনি অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে হুমকিসহ ইমেইল পেয়েছেন। তিনি আরও জানিয়েছিলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তি ইমেইলে লিখেছিলেন তার কাছে ওলফের ব্যক্তিগত কম্পিউটারের ক্যামেরায় তোলা আপত্তিকর ছবি রয়েছে এবং তার কাছে এ ধরনের আরও ছবি না পাঠালে ছবিগুলো তিনি প্রকাশ করে দেবেন।
অন্যদিকে জানা গেছে অ্যাব্রাহামসের শিকার শুধু ওলফই ছিলেন না। তিনি ক্ষতিকর কোডের মাধ্যমে বিভিন্ন নারীর ওয়েবক্যাম নিজের নিয়ন্ত্রণে নিতেন।

আর এভাবেই তিনি নারীদের অপ্রস্তুত ও আপত্তিকর ছবি এবং ভিডিও সংগ্রহ করতেন।
বিবিসি জানিয়েছে, অ্যাব্রাহামস এভাবে সাতজন নারীকে হুমকি দিয়েছিলেন। এদের মধ্যে কয়েকজনকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন। আর বাকিদের তিনি ফেইসবুক পেইজ হ্যাকিংয়ের মাধ্যমে খুঁজে পেয়েছিলেন।
বর্তমানে অ্যাব্রাহামস এফবিআই হেফাজতে আছেন।

অ্যাব্রাহামস প্রসঙ্গে এফবিআইয়ের মুখপাত্র লরা এইমিলার জানিয়েছেন, অপরাধী নিজেই এফবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেছেন এবং তার দুই বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।