আমাদের কথা খুঁজে নিন

   

newbies এর ইমেইল মার্কেটিং সম্ভাবনা, বাস্তবতা এবং কর্তব্য (১২০০+ শব্দের সত্যিকারের মেগাপোস্ট)

আজকে আবার ফিরে আসলাম ইমেইল মার্কেটিং নিয়ে কিছু কথা বলতে। আমি ধারণা করেছিলাম যে tt তে ইমেইল মার্কেটিং সম্পর্কে পড়তে পড়তে হয়ত অনেকেরই ব্যাসিক আইডিয়া হয়ে গেছে। তাই ঐসব নিয়ে প্যাঁচাল না করেই আমি শুধু সফটওয়ার ঢেলে চলে গেছি। আমার প্রথম টিউন দ্রষ্টব্য

এখন আমি একটু পেছনে গিয়ে আগের টিউনের সব কিছু ক্লিয়ার করতে চাই।
প্রথমেই বলি ইমেইল মার্কেটিং কাদের জন্য।

ইমেইল মার্কেটিং শুধু মাত্র তাদের জন্য যাদের একটা পরিপাটি ইন্টারনেট ইমেজ আছে। কেমন?
মনে করেন আমার নাম প্যালারাম। আমার বাড়ি পটল ডাঙ্গায়। আমি ইন্টারনেটে নতুন। আমি সিদ্ধান্ত নিলাম affilliate marketing করবো ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আমার niche choose করলাম how to get your ex-back. আপনার কাস্টমার নিউ ইয়র্কের এক ডেস্পারেট টিন এজার যে যেকোনো মূল্যে তার ex কে ফিরে পেতে চায়। আপনি তার ইমেইল এড্রেস খুঁজে পেয়ে তাকে ইমেইল করলেন। সে আপনার ইমেইল পেয়েই দৌড় দিয়ে বই কিনবে? না, সে প্রথমে দেখবে কে তাকে ইমেইল করেছে। সে কিভাবে জানে তার সমস্যার কথা। এবং যে সলিউশন দিচ্ছে তার এই বিষয়ে সলিউশন দেয়ার ক্ষমতা এবং অধিকার কতটুকু।


প্রথম সম্ভাব্য পরিস্থিতি: এখন আমি প্যালারাম নিজের সত্যি নাম-ঠিকানা দিয়েছিলাম। এখন সেই টিন এজার আমার নাম সার্চ করে দেখল আমি থার্ড ওয়ার্ল্ডের একজন ক্ষুধার্ত ইন্টারনেট মার্কেটিং ফিগার। এবং এখন আপনি নিজেই ঐ ছেলের যায়গায় নিজেকে কল্পনা করে দেখেন আপনি তার রিকমেন্ড করা বই টাকা দিয়ে কিনবেন কিনা? ফলাফল: আপনি স্প্যাম ফোল্ডারের বাসিন্দা
দ্বিতীয় সম্ভাব্য পরিস্থিতি: আমি প্যালারামের বুদ্ধি একটু বাড়ছে। আমি ভুয়া একটি আমেরিকান পরিচয় ব্যবহার করে ইমেইল করেছি। ছেলে আমার পরিচয় সার্চ করে কোন রেজাল্ট পায় নাই।

এখন আপনি বলুন আপনি এরকম কারো রিকমেন্ড করা ই-বুক কিনবেন কিনা? ফলাফল: আপনি স্প্যাম ফোল্ডারের বাসিন্দা
তৃতীয় সম্ভাব্য পরিস্থিতি: আমি প্যালারাম সময় নিয়ে, বুদ্ধি করে, পরিশ্রম করে এবং সর্বোপরি অর্থ খরচ করে একটি সম্পূর্ণ ভুয়া ভার্চুয়াল মানুষ তৈরি করলাম। তার একটি ই-বুক amazon এ আছে, তার একটি ই-বুক বিভিন্ন forum এ আছে। তার সবগুলো social network এ অস্তিত্ব আছে। বেশ কয়েকটি relveant forum এ ভালো reputation আছে। এবং সে অ্যামেরিকান।

এখন আমি প্যালারাম আমি তাকে ঐ ইমেইল এড্রেস থেক বই রিকমেন্ড করলে সে আবার আমার সেই ভুয়া পরিচয় সার্চ করলো। এবং সন্তোষজনক সার্চ রেজাল্ট দেখতে পেলো। সে দেখল যে আমি তার মত পরিস্থিতি থাকা বালক-বালিকাদের ত্রাণ-কর্তা। ফলাফল: সে আমার ই-বুক কিনল এবং আমার ল্যান্ডিং পেইজ অন্যদের মাঝে রিকমেন্ড করলো
তৃতীয় সম্ভাব্য পরিস্থিতি যেটা দেখলেন সেটা হচ্ছে ব্ল্যাক-হ্যাট ইমেইল মার্কেটিং যা অনেক ক্ষেত্রেই হিউম্যান ম্যানিপুলেশন হিসেবেও পরিচিত। এটার ফলাফল অধিকাংশ ক্ষেত্রেই viral এবং বার বার automatic বিক্রি হতে থাকে।

আপনি বছরে এটা থেকে হাজার হাজার ডলার আয় করতে পারবেন। এখন এটা পড়ে লাফ দিয়ে উইঠেন না। শান্ত হোন। হিসেব করতে বসেন। একটা ফেক মানুষকে সত্যি বানানোর জন্য আপনাকে কি পরিমাণ খরচ করতে হবে হিসেব করেন।

হিসেব করেন আপনি নিজে জানেন কি না কিভাবে একজন ফেক মানুষ এবং একজন আসল মানুষের পার্থক্য করা হয়। এই ফেক ফিগারের ব্র্যান্ডিং করার জন্য আপনাকে কি কি করতে হতে পারে। আপনি পটল্ডাঙ্গায় বসে কিভাবে নিউ ইয়র্কে একজন এভাটারের অধিকারী হবেন।
এটা গেলো অসৎ উপায়ে অর্জনের চেষ্টা। এখন দেখি সৎ উপায়ে অর্জনের চেষ্টা করবেন।

সৎ উপায়ে আয় করতে গেলে আপনাকে ভিক্টিম অথবা ক্লায়েন্টের ইমেইল এড্রেস যোগার করতে হবে। এর জন্য আপনার niche এর উপর relevant forum/blog/landing page থাকতে হবে। সেখানে তার ইমেইলের বিনিময়ে তাকে দেয়ার মত কিছু থাকতে হবে(যেটা নেয়ার জন্য সে তার ইমেইল এড্রেস দিতে রাজি থাকবে। ) এরপরে সেই ইমেইল এড্রেস নিয়ে আপনি লিস্ট তৈরি করবেন। তারপর আপনি তাদের ইমেইলকে ব্যবহার করে ইমেইল মার্কেটিং করতে পারবেন।

Hard. Isn't it? Well, thats what email marketing really is buddy.
তাহলে ঢাকা, চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় কোচিং সেন্টার গুলো কি শেখাচ্ছে? well, আমি নিজেও জানি না তারা কি শেখায়, কেন শেখায় এবং কিভাবে শেখায়?
সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং ভালো যেসব কোচিং সেন্টার আছে তারা আপনাকে শেখাবে ইমেইল মার্কেটিং কি জিনিষ(অধিকাংশ ক্ষেত্রেই ভুল শেখানো হচ্ছে)*১... কিভাবে ইমেইল টেম্পলেট বানাতে হয়*২, কিভাবে ইমেইল সেন্ড করতে হয়, কিভাবে ইমেইল লিস্ট যোগাড় করতে হয়...
এবং সবশেষে কোচিং সেন্টার যদি আসলেই খুবই উন্নতমানের হয়ে থাকে তাহলে আপনাকে একটা email harvester bot, একটা মরা-ধরা niche(আপনার ব্যাচের সব স্টুডেন্ট আপনার কম্পিটিটর), একটা নন-টার্গেটেড ৬ মিলিয়ন ইমেইলের ইমেইল লিস্ট(completely worthless) সহ বিদায় করে দিবে। আপনি খুশি মনে বাড়িতে এসে ওডেস্কে দাসত্বের*৩ বিনিময়ে টু-পাইস কামাই করতে করতে ক্লান্ত হয়ে নেক্সট মানি মেকিং ড্রিমের পেছনে দৌড়াতে থাকবেন। Thats what the ugly reality is brother/sister.
*১ ইমেইল মার্কেটিং কোন আলাদা মার্কেট না। এটা আসলে এফিলিয়েট মার্কেটিং অথবা ব্র্যান্ডিং এর এক সহযোগী মার্কেট।
*২ কিভাবে ইমেইল টেম্পলেট বানাতে হয় সেটা যতটুকু না ইমেইল মার্কেটিং তার চেয়েও বেশী ওয়েব ডিজাইন।

(এটা যদি আসলেই ভালো মত শেখায় তাহলে coaching এর টাকা worth it)
*৩ ওডেস্ক এখন আর international freelance market না, ঐটা দেশী আধুনিক দাসের হাট বাজার... সবচেয়ে কম রেটে কামলা পাওয়া যায়...
তাহলে নতুনরা কি ইমেইল মার্কেটিং করবেন না? না, নতুন দের জন্য ইমেইল মার্কেটিং না। নিজেকে প্রস্তুত করুন। তারপরে ইমেইল মার্কেটিং করুন।
প্রস্তুত হয়েছি কিনা কিভাবে বুঝবো? যখন দেখবেন আপনি অলরেডি এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন, আপনি ইমেইল করতে জানেন, মার্কেটিং করতে জানেন, মার্কেট কি চায় সেটা জানেন তখন ইমেইল মার্কেটিং করবেন। পেপাল/মাস্টারকার্ডে ডলার না থাকলে ইমেইল মার্কেটিং এ আসবেন না।

এটা বিলিয়ন ডলার বিজনেস। আপনি ইনভেস্ট ছাড়া ওডেস্কে কামলা খাটতেও পারবেন না।
ইনভেস্ট মানে কি আপনাকে টাকা দিতে হবে? না, আমি অথবা কোন কোচিং সেন্টারকে টাকা দিতে পারবেন না। আপনাকে বিভিন্ন সরঞ্জাম(ভার্চুয়াল) কেনার জন্য পয়সা খরচ করতে হবে। Such as premium softwares, vpn server, smtp server, web designing tools, backlinking tools, scraping tools, video making tools, graphic making tools. এগুলো কিনতে না চাইলে আপনাকে এগুলো যারা করে তাদেরকে hire করতে হবে।


ওকে ফাইন, কি শিখবো তাহলে?
সবকিছু। প্রথমেই niche পছন্দ করুন। আপনার জ্ঞান এবং অস্তিত্ব এর চারিদিকে মেলে ধরুন। ২ বছর সময় বিনিয়োগের জন্য প্রস্তুত থাকুন। অথবা ১৫০০ ডলার।


আমি এখানে মূলত resources দেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু facebook এ যেসব feedback পেয়েছি তার অধিকাংশই খুবই হতাশা ব্যঞ্জক। তারপরেও resources দেয়া কন্টিনিউ করবো নেক্সট টিউনে। আমি এখনও কোন মোডারেটের কাছে থেকে উত্তর পাইনি যে আমি কি প্রিমিয়াম টুলস দিতে পারব কি না। খুবই recently আমি 0mmo.net রিপড-অফ করেছি।

so I have jacked their whole collection. And I'd like to give them away for free.
কোন প্রশ্ন থাকলে আমাকে ফেসবুকে করতে পারেন। নো স্কাইপ/মোবাইল নাম্বার। নো পার্সোনাল questions. এতটুকু জেনে রাখুন এটা আমার আসল অস্তিত্ব না। (yeah, mind blowing. right? you can look deep into everywhere and you'll be finding a lot of things about আবীর। even back from 2008. And if you keep digging you'll even find something even 1989. I wasn't even born then. if you're a good digger than you can find something from Saudi arabian US embassy too )
For help and unanswered questions in your mind আমার ফেসবুক(you can contact with me here and only in here)
আমার ওয়েবসাইট(advertisement free forever)
১।

বি:দ্রঃ যারা অন্য উপায়ে সফল হয়েছেন তারা চেইতেন না। you and I may have our differences and thats what makes us wonderful and rich.
আমি এখানে আপনাকে পুরো বিলিয়ন ডলার মার্কেটের একটা চিত্র দেখাতে চেয়েছি। দেখাতে চেয়েছি অডেস্কে আপনি কাদের জন্য পরিশ্রম করছেন। কারা আপনাকে কেন টাকা দিচ্ছে। ঐ টাকায় আপনি কিভাবে ভাগ বসাবেন।

ঐ টাকায় আপনা পক্ষে কামড় দেয়া সম্ভব কিনা।
২। বিঃদ্রঃ how to get your ex-back কিন্তু আসলেই একটি profitable niche. এর সাথে বেশ কিছু closely related niche আছে। সব কিছু মিলিয়ে প্রায় লক্ষের উপর মানুষ এটা per month search করে। ৮৬% সার্চার মেয়ে।

১০০% সার্চার ইমশনালি ভালনারেবল। সব মার্কেটেই এফিলিয়েট করার মত উপযুক্ত প্রোডাক্ট আছে। relevant forum আছে, প্রতিদিন প্রায় ২১০০০ নতুন question quora, wikianswers এবং yahoo answers এ এই প্রসঙ্গের উপর যুক্ত হচ্ছে। Jan-june উত্তর গোলার্ধে break-up বেশী হয়। july-december দক্ষিণ গোলার্ধে break up বেশী হয়।

একটা বিক্রয় থেকে এভারেজ ১০-৪৫$ পর্যন্ত আয় করা যায়। (well, why am I giving this gold mine away? Because I have much better keywords. In-fact 46 better keywords. Planning to sell an wso soon with them and earn some extra. Wish me luck and look out for it)
৩। বিঃদ্রঃ এবং আসল and instant newbie friendly money making method নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই। যদি আপনারা চান।
৪।

বিঃদ্রঃ I may sound a little harsh to you sometimes but no shitting. Thats just who I am.
Chill bro's

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৭ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।