আমাদের কথা খুঁজে নিন

   

আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ: সাকা

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে ফাঁসির আদেশ দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। রায় ঘোষণার পরপরই আসামির কাঠগড়ায় থাকা সাকা চৌধুরী দাঁড়িয়ে যান। তিনি উচ্চ স্বরে বলেন, ‘এই রায় আইন মন্ত্রণালয় থেকে বেরিয়েছে। এ জন্য আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ দিচ্ছি।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সাকা চৌধুরীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।