আমাদের কথা খুঁজে নিন

   

সলাতে (নামাজ) মনোযোগ দেবার কার্যকরী ১০টি উপায়

এ জগতে মানুষ কারা

এমন ভাইকে খুজে পাওয়া মুশকিল যে নামাজে দাড়াল আর রাজ্যের যতো দুনিয়াবি চিন্তা তার মনে উদয় হয় না, এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে নিচের কার্যকরী ১০টি উপায় এপ্লাই করে দেখুন নিশ্চিত ফল পাবেন। ১) দেরি না করে আযান দেয়া হয়ে যাবার সাথে সাথেই নামাজ পড়ুন । ২) নামাজের জন্য প্রস্তুতি নিন ,আযানের সাথে সাথে জবাব দিন , ভালো করে ঊযু করুন । ৩) সমস্ত কাজ থেকে মন কে উন্মুক্ত করুন , শুধু নামাজের কথা ভাবুন । ৪) মনের ভিতর নামাজের নিয়ত কে মজবুত করুন, আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রাজিম পড়ুন ।

৫) নামাজের ভিতর কিরাত (কুরআন পড়া) কে দীর্ঘ করুন এবং প্রত্যেক আয়াতের পর থামুন । ৬) প্রত্যেকটি রুকুন বা খুটি কে ঠিক ঠিক মত আদায় করুন ,সেজদার দোয়ায় মেহনত করুন । কারন তখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন । ৭) মনে রাখবেন তখন আপনি আল্লাহর সামনে দাড়িয়ে আছেন আর আল্লাহর সাথে কথা বলছেন । ৮) মৃত্যুকে স্মরণ করুন, হতে পারে এটাই আপনার শেষ নামাজ ।

৯) আপনি নামাজে কি পড়ছেন তার অর্থ বুঝে পড়ুন । ১০) নামাজের শেষে জিকির করুন , যার ফলে অন্তরে নামাজের মনোযোগ শক্তিশালী হয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।