আমাদের কথা খুঁজে নিন

   

দিন শেষে!

'Eliminate all other factors, and the one which remains must be the truth. (Sherlock Holmes)

আমি হারাবো এ বেলায় অথবা অবেলায় আমাকে ডেকে নিও যদি ইচ্ছে করে কোনও দিন ডেকে নিও যদি আমাকে কাছে পেতে চাও। বিছানায় শুয়ে আজ, গাছের পাতা নিংড়ে আসা হলুদ সবুজাভ আলোতে হঠাত ফিরে আসি বাস্তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। চশমাটাও খুলে রাখার সুযোগ পাইনি গল্পের একটা বই, বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারবো না। স্কেচবুকটা হাতে নিয়ে কি যেন একটা আঁকতে চেয়েছিলাম, সাদা কালো ব্যর্থতার ভিড়ে রঙিন সবটুকু হারিয়ে ফেলেছিলাম। অদ্ভুত একটা কষ্ট নিয়ে আজ দিনের মতো ফেইসবুকে ঢুকলাম হাতে একটা সিগারেট, কিন্তু আগুন জ্বালানোর মতো কিছুই খুঁজে পাচ্ছি না।

খারাপ লাগছে না, সব দিন যে সাথে সাথে সিগারেট জ্বালাতে হবে কোনও কথা নেই, ঠিক যেমন সব দিন যে তোমায় ভালবাসতে হবে তাও ঠিক নেই। কাছে থাকার প্রাপ্তিটা মাঝে মাঝে অনেক বড় অনেক বিশাল কিছু, তোমাকে হাতে নিয়ে, না জ্বালানোর ব্যর্থতা তোমাকে খুব কাছে পেয়ে, না ছুয়ে দেখার মতোই। খারাপ লাগেনা আর কোনও কিছুই কোনটা প্রথম, কোনটা শেষ, তা ভাবতে আর ভালো লাগে না যদিও বা আমি হতে চেয়েছি দুটোই। শ্রেষ্ঠাত্তের অস্থির বাক্যবানে তোমার মনের ভাঁজে লুকিয়ে রাখা, ফ্যাঁকাসে হয়ে যাওয়া কালো গোলাপটা তুমি আমার হাতে দিও। লুকোচুরির খেলা আজ আমি আবার খেলবো তোমাকে খুঁজে ফিরবো অদ্ভুত ভালো লাগা নিয়ে তোমাকে হারিয়ে ফেলবো আবার নীরবতার তীব্র বানে।

তুমি কি ঘুমিয়ে আছো আমার ডাক কি শুনতে পাচ্ছ ঘুম ভাঙ্গা চোখ নিয়ে তোমার ওই দুটি কালো মায়ায় গোপনে একটু তাকিয়ে দেখো আমি আজও প্রতিক্ষায় আছি আমি কালও প্রতিক্ষায় থাকবো। তোমাকে জাগানোর ব্যস্ততা আজ আর আমার নেই নিস্পাপ ওই কোমলতা, আমি কখনোই হারাতে চাই না। লাইটার খুঁজে পেয়েছি মাত্র, পাশেই পড়েছিল ঠিক যেমন তুমি পাশেই ছিলে, খেয়াল করিনি সব ব্যর্থতাকে সঙ্গী করি আমি দিন শেষে আজ, আগুন উড়াই, ফাগুনের মতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।