আমাদের কথা খুঁজে নিন

   

ভাল এড বালের এড!!

আমার পরিচয় আমার রোজনামচায়। টিভি চ্যানেল গুলাতে প্রতিদিনই এড দেখেন। একথা সত্যি যে আগে যেসব আউল ফাউল এড হত তা থেকে এখন অনেক এড অনেক অনেক ভাল মানের। কিন্তু মাঝে মধ্যে ভাল মানটা এড নির্মাতা ও এড এজেন্সীরা বেশী বুদ্ধিবাজি করতে গিয়ে বালের এড বানিয়ে ফেলেন যা সত্যি বিরক্তের মাত্রা ছাড়িয়ে যায়। তেমন কিছু এড নিয়ে কথা, তবে আপনাদের মতামত চাইঃ (১) নং ভাল এডঃ অটবীর 'থ' এর এডটা আমার কাছে এখন সবচেয়ে সুন্দর এড মনে হয়।

একটা বিজ্ঞাপনের দৃষ্টি আকর্ষণের সব মাত্রাই তার আছে। থ বনে যাওয়াকে ফার্নিচার মানুষ করে যে এনিমেশন তা অপূর্ব। (১) নং বালের এডঃ গ্রামীণ ফোনের চিনি। এটা যে বানাইছে তার মাথা নিশ্চয়ই কোন বন্য প্রাণীর পায়ুপথের সমান তা এড এই বুঝা যায়। ঠান্ডা লাগলে পাশের বাসার মাইয়ার কাছে চিনি চাওয়ার সাথে গ্রামীণের অফারের কি মিল কিছু বুঝা যায় না।

তার মধ্য বুড়ি মহিলা একটা হোল সেল এ চিনি দিলেন কেন বুঝলাম না, আবার প্রতিবেশীর কাছ থেকে চিনি নেয়াটা হোল সেল রিটেল সেল তাও বুঝলাম না। আবার কেডা জানি কয় - সব হোলসেল ভাল না। হালায় হোল কোনটা সেল হইতেছে তাও তো বুঝলাম না। আমি জওয়ান মেয়ে আর বুড্ডা মহিলা দেখে হোল এর ব্যাপারটা কনফিউজড হয়ে গেসি। কোন হোল এর বিক্রয়ের কথা চলছে।

পিছনে পাকনা পোলা একটা পটর পটর করে - টনি ভাই টনি ভাই - ধইরা একটা চটকনা লাগাইতে ইচ্ছে করে আর কইতে ইচ্ছে হয় - হারামজাদা পড়া শোনা বাদ দিয়া চিনি রহস্যময় খুজতে কইসে তোরে কোন হেডমাস্টার? (২) নং ভাল এডঃ চলো বহুদূর গ্রামীণ ফোন। ইকো বা ডিলেই ভয়েসটা কিছু কথা অস্পষ্ট করে দিলেও এড মেকিং আর ইন্সপাইরিং মিউজিকটা হেব্বি। বেশ কিছুক্ষণ চেয়ে থেকে অবাক হতে হয় - মনে হয় দেশের বাইরের এড। অনেক ভাল উপস্থাপণা। (২) নং বালের এডঃ ওরে ব্যাটা লস্কর আরএফএল।

ব্যাটা প্যান প্যাইন্যা বুইড়া একটা লস্কর তস্কর করতে করতে কান ঝালা পালা করে দিলো। একটা যাচ্ছে তাই ব্যাডা কবি রবিন্দ্রনাথ (এক্সপোজটা এডে যেমন) এর আরএফএল চেয়ার নিয়ে কবি হয়ে আবার চেয়ার ফেরত দিয়ে একটা কবিতার বই দিয়ে গেছে। আইডিয়াটা যদ্দুর - উপস্থাপণাটা পুরাই বারোটা বাজিয়ে দিয়েছে। (৩) নং ভাল এডঃ যেওনা সাথী আশিয়ান সিটি। এড কনসেপ্টটা মজার সেই সাথে উপস্থাপণাও।

অনেক অনেক ড্রামাটিক আর শেষে সরিষার তেলের প্রথম পর্বের সিকুয়েল টানা। সব মিলিয়ে চমৎকার আর শহুরে জমি কেনার টানটাও বুঝিয়ে দেওয়া হল। (৩) নং বালের এডঃ জনাব আজমল ক্রাউন সিমেন্ট। স্টার জাহিদ হাসানকে দিয়ে করানো যদিও এবং জাহিদ হাসান পরিপুর্ণ আজমল সাহেব ফুটিয়ে তুললেও শেষে আজমল সাহেব ও তার স্ত্রীকে এনে সিমেন্ট বস্তা কাটা আর কোত্থেকে কেডা জানি আইসা ক্রাউনের জীব্রাইল হওয়াটা পুরা এড ই ঝিমাইয়া দিসে। এই এডটার ফিনিশিং ভাল না।

(৪) নং ভাল এডঃ বাংলালিঙ্কের চেরাগের দৈত্য। চার হাজার বছর পরে আসা যাদুকরি দৈত্যের একবিংশ শতাব্দিতে পেয়াজ কাটার দৃশ্য সত্যিই করুণ আর হাস্য রসাত্মক। বন্ধ থাকা সিমের সাথে সামঞ্জস্য পেলেও শেষে চেরাগের দৈত্য সিম ব্যবহার করে বোনাস পায় এমন আজগুবিটা দেখানো যেতেই পারত - তারপরও বলব এড আর অফারটা বুঝা গেছে। ম্যাসেজ ক্লিয়ার। (৪) নং বালের এডঃ বাংলালিঙ্কের ঢিচু ঢিচু ঢি ঢি ঢি ঢি।

এ ক্লাসের বিষ্ঠা খাওয়া ব্রেইন থেকে এই এড বের হতেই পারে - কি অফার তা যুদ্ধের আওয়াজে বুঝাই যায় না, প্লাস এডের কি পারসনটা কি বিদেশ থেকে আসা লোকটা নাকি তার স্ত্রী কানের পোকা খাওয়া ঢি ঢি ঢি বিলকিস বুঝা যায় না। সেই সাথে সিদ কাটা চোর একটা এনে আজাইরা জিনিস দেখানো হইসে। অথচ ডাউনলোডের কোন কিছুই দেখানো হয় নাই। একটা বিশিষ্ঠ বাল মগজের কাজ এইটা - ফালতু। ভাইজানেরা - বুবু জানেরা একটা এড কিন্তু আপনাকে মেসেজ দেয় ওই নির্দিস্ট কোম্পানির কোন অফার বা এজাতিয় জানানোর জন্য।

অনেক বিশিষ্ট বলদ দর্শক আছেন যারা এড এর ম্যাসেজ না বুঝে এড দেখেই খুশী হয়ে - এটা ভাল এটা ভাল বলা শুরু করেন। যারা ভাল খারাপ বুঝার মত ক্ষমতা রাখেন না তারা আবার নার্সারীতে ভর্তি হবেন আশা করি - কিন্তু ভাল এড আসুক যাতে সবাই যুক্তিসঙ্গত হয়ে উঠতে পারি। এক একটা এড কিন্তু এক একটা যুক্তি। আমি অনেক এড এর কথা বলতে পারিনি যেগুলো সত্যিই ভাল - ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বাকীর দিন শ্যাষ ঠকার দিন খতম, বা এখন প্রিমিয়ার ব্যাংকের পাহাড়ে উঠার এড টা। শেষ করি এড মেকারদের কথা শুনিয়ে, তালি পাইতে চান যেহেতু তার আগে একটু পর পর আয়নায় দেখবেন মাথাটা কোন প্রাণীর পায়ুপথের সাথে মিলে গেলো কিনা।

ধন্যবাদ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।