আমাদের কথা খুঁজে নিন

   

সোজা কথা আওয়ামীলিগ করলে মুক্তিযোদ্ধা, আর না আওয়ামীলিগ না করলে রাজাকার



আজকে সাকা চৌধুরী'র ফাঁসির রায় ঘোষণা নিয়ে দুপুরের পর থেকে দেখছি হোমপেইজে সাকা'র পক্ষ বা বিপক্ষে নিয়ে যুক্তির ঝর বইছে। অথবা কেও কেও সাকা'র অমৃত বচন শেয়ার করায় ব্যস্ত!! কষ্টের হলেও সত্যি অনেকেই দেখি তার মেয়ে নিয়েও আজেবাজে সব লিখছে...!! আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে এর আগেও। কিন্তু জাতির পিতার হত্যার বিচারও করতে পারে নি। কিন্তু এবার করছে... একটি বার ভেবে দেখেছেন কোথায় থেকে তাঁরা এ সাহস পেয়েছে?? আমি স্বীকার করছি রাজাকার আছে। তাই বলে তা কি শুধুই বিএনপি বা জামাতের মধ্যে সিমাবদ্ধ?? আওয়ামীলীগ এ কি কোন রাজাকার নেই? আচ্ছা যারা ফাঁসির রায়ের জন্য গলা ফাটাচ্ছেন তাঁরা বিশ্বজিত/ সাগর-রুনি/রানা প্লাজার মালিক/ চিটাগং ফ্লাইওভার এর গার্ডার ভাঙার পেছনে দায়ী মানুষের ফাঁসির দাবিতে আন্দোলন করছেন না কেন? নাকি মৃত মানুষগুলি কোন মায়ের সন্তান বলে আপনারা ভাবছেন না? বাংলাদেশ স্বাধীনের পর যে সব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার কেন চাইছেন না? রাজাকারেরা এই দেশ ধর্ষণ করেছিল একবার আর আমরা তাদের বংশধর হয়ে ধর্ষণ করছি শতবার।

...আমি আইন বিভাগের কোন ছাত্র নই। তবে যতদূর সাধারন জ্ঞান দিয়ে বুঝি-বিচার হয় সাক্ষী ও প্রমাণ এর ভিত্তিতে,কারো দাবীর ভিত্তিতে নয়। দাবীর দ্বারা যদি কারো ফাসি হয় সেটা কখনও বিচার বলা যায় না,সেটা হয় হত্যা। আর যদি ঐ ব্যক্তি নির্দোষ হয়,তবে এর দায় কে নিবে???? এই আমজনতা???? আমি অবাক হইনি মানুষের এমন লাফালাফি দেখে। কারণ আমরা ঐ জাতি, যারা সামান্য নাটকের এক চরিত্র "বাকের ভাই" এর যাতে নাটকে ফাসি দেওয়া না হয়, তার জন্য মিছিল করেছি।

অবস্থা এখন এমন হয়েছে যে 'বাঙ্গালি ই বাংলাদেশের প্রধান সমস্যা...' এবং আমরা প্রতিবাদ করিই মূলত ভুলে যাওয়ার উদ্দেশ্যে!! সত্যি কি সেলুকাস জাতি আমরা তাইনা?!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।