আমাদের কথা খুঁজে নিন

   

তরুণীর হাত-পা ভেঙে দিয়েছে বখাটেরা

সিরাজগঞ্জের সলঙ্গায় তরুণীর হাত-পা ভেঙে দিয়েছে বখাটেরা। হামলার শিকার নূপুর খাতুন (২৫) সিরাজগঞ্জ সদর হাসপাতালে কাতরাচ্ছেন। তিনি সলঙ্গা ইউনিয়নের সাতটিকরি গ্রামের মৃত শাহাদত হোসেনের মেয়ে ও একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসারত নুপুর কান্নাজড়িত কণ্ঠে জানান, সোমবার দুপুরে তার বন্ধু মেহেদীর কাছে পাওনা টাকা চাইতে গেলে সেখানে উপস্থিত বখাটে আরিফুল ইসলাম শফি তাকে কুপ্রস্তাব দেয় ও শ্লীলতাহানির চেষ্টা করে। তখন তিনি প্রতিবাদী হয়ে নিজেই শফিকে আটক করেন। এ সময় মেহেদী ও তার বন্ধু তাকে বেধড়ক লাঠি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে রাস্তায় ফেলে রেখে চলে যায়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান জানান, বিষয়টি তার জানা নেই। কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.