আমাদের কথা খুঁজে নিন

   

৩৫ ঘন্টা ধরে অবরুদ্ধ রেজিষ্ট্রার, ভিসির পাল্টা অবস্থান

উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন এর পদত্যাগ নিয়ে ফের উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি উপাচার্য কর্তৃক ডীন নিয়োগকে কেন্দ্র করে ফাইলসহ রেজিষ্ট্রারকে দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষকরা।

নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য পদত্যাগ না করায় অনিদির্ষ্ট কালের কর্মবিরতি ঘোষনা দিয়ে উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। এদিকে রাত সাড়ে ১০ টায় বাস ভবনে প্রবেশ না করে সেখানেই পাল্টা অবস্থান নিয়েছেন উপাচার্য ও তার সহধর্মিনী।

জানা যায়, গত সোমবার উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন ৩ জন ডীন নিয়োগ দেওয়ার চেষ্টা করেন।

এরই প্রেক্ষিতে নিয়োগকে বাধা গ্রস্থ করতে ঐ দিন দুপুর দুইটা থেকে নিয়োগ ফাইলসহ রেজিষ্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিষ্ট্রার আবু হাসানকে অবরুদ্ধ করেন আন্দোনকারী শিক্ষকরা।

বুধবার রাত ১ টা পর্যন্ত দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন রেজিষ্ট্রার ও ডেপুটি রেজিষ্ট্রার। এদিকে রেজিষ্ট্রার অবরুদ্ধ থাকলেও মঙ্গলবার উপাচার্য, দুই উপ-উপাচার্য এবং ট্রেজারার অফিস করতে প্রশাসনিক ভবনে আসেননি বলে জানা গেছে। অন্যদিকে দুপুর দেড়টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন আন্দোলনকারী শিক্ষকরা।

উপাচার্য ঢাকা থেকে রাত সাড়ে ১০ টায় ক্যাম্পাসে ফিরলেও বাসায় প্রবেশ করেন নি।

তিনি বাসার সামনে শিক্ষকদের দেখে তার সহধর্মিনীকে নিয়ে সেখানেই পাল্টা অবস্থান নেন।

উপাচার্য বলেন, আমার বাসার সামনে থেকে শিক্ষকরা না সরলে আমি বাসায় প্রবেশ করব না। অন্যদিকে রাত ১১ টায় শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরূল আহসান ঘোষনা দিয়ে বলেন, উপাচার্য এখানে পাল্টা অবস্থান নিয়ে আমাদের আন্দোলনকে দ্বিধাগ্রস্থ করার চেষ্টা করছেন। আমরা আশা করব উপাচার্য বাসায় প্রবেশ করবেন এবং সংকট সমাধানে উদ্দ্যোগ গ্রহন করবেন।

এর আগে মঙ্গলবার বিকাল ৪ টায় এক সংবাদ সম্মেলন করে শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান নতুন কর্মসূচী ঘোষনা করেন।

কর্মসূচীর মধ্যে রয়েছে, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি অব্যাহত, নির্দিষ্ট সময়ের মধ্যে উপাচার্য পদত্যাগ না করায় এবং কিছু বির্তকিত কর্মকান্ডের জন্য তার বাস ভবনের সামনে প্রতিবাদি অবস্থান ও পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী ঘোষনা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।