আমাদের কথা খুঁজে নিন

   

‘বিল গেটসকে সরাতে চান বিনিয়োগকারীরা’

কোম্পনিটির শীর্ষ ২০ বিনিয়োগকারীর মধ্যে এই তিনজন অন্যতম। বিষয়টি সম্পর্কে নিশ্চিত কোম্পানির এমন সূত্রের কাছ থেকে এ খবর জানা গেছে। তবে বিষয়টি নিয়ে মঙ্গলবার মাইক্রোসফটের একজন প্রতিনিধিকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ৩৮ বছর আগে বিল গেটস ও বন্ধু পল অ্যালেন মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান আর চেয়ারম্যান বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।

প্রযুক্তি বিশ্বের জগতে গেটসকে সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী অন্যতম ব্যক্তিত্ব বলে বিবেচনা করা হয়। এই প্রথম মাইক্রোসফটের অংশীদারদের মধ্যে গেটসকে নিয়ে বিতর্কের সৃষ্টি হল। কোম্পানির দক্ষতা ও শেয়ারেরমূল্য বাড়ানোর জন্য কয়েক বছর ধরে মাইক্রোসফটের মুখ্য কর্মকর্তা স্টিভ বালমারের ওপর চাপ সৃষ্টি করে আসছেন অংশীদাররা। এবার সেই চাপ বিল গেটস পর্যন্ত গড়ালো। এই তিন বিনিয়োগকারী মনে করেন, চেয়ারম্যান হিসেবে গেটসের অবস্থান কোম্পানির নতুন কৌশল গ্রহণের পক্ষে অন্তরায় হিসেবে কাজ করছে এবং এ বিষয়ে বাস্তব পরিবর্তন ঘটাতে সক্ষম এমন নতুন মুখ্য কর্মকর্তার ক্ষমতার রাশও টেনে ধরছে।

অধিকাংশ সময় নিজের দাতব্য প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত গেটস তার কমে আসা শেয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষমতা ছেড়ে দিচ্ছেন না বলেও উদ্বিগ্নবোধ করছেন ওই তিন অংশীদার। তিন অংশীদারের এই মনোভাব মাইক্রোসফটের সর্বোচ্চ পরিষদ আমলে নিয়েছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। মাইক্রোসফটে এই তিনজনের মিলিত শেয়ারের পরিমাণ ৫ শতাংশ। বিল গেটকে সরানোর এই প্রস্তাবটি কোম্পানির নিজস্ব বিষয় হওয়ায় এই তিন অংশীদারের পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছে সংবাদ সূত্র। মাইক্রোসফটের ২শ’ ৭৭ বিলিয়ান ডলার মূলধনের ৪ দশমিক পাঁচ শতাংশ শেয়ারের মালিক বিল গেটস।

এককভাবে তিনি কোম্পানির সবচেয়ে বড় অংশীদার।

সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।