আমাদের কথা খুঁজে নিন

   

গুলশান-বনানীতে এয়ারটেল থ্রিজি

বুধবার সকালে এয়ারটেল কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে এই থ্রিজি সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন।
অনুষ্ঠানে তিনি বলেন, “আমি অত্যন্ত আশাবাদী। এয়ারটেল বাংলাদেশ তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশে প্রয়োগ করবে এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেবে। ”
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এয়ারটেল অফিসে ‘থ্রিজি এক্সপেরিয়েন্স জোন’ এরও উদ্বোধন করেন মন্ত্রী।  
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, “আমি আশা করছি এয়ারটেল দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে থ্রিজি সেবার চাহিদা পূরণ করবে এবং তা হবে দ্রুত থ্রিজি সেবা প্রদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।


এয়ারটেল এর  সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিট বলেন, “ আগামীকাল বৃহস্পতিবার থেকে আমাদের গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে বনানী ও গুলশান-২ এলাকায় থ্রিজি সেবা চালু থাকবে। ” 
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত জুলাই পযন্ত এয়ারটেলের গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৭৯ লাখ ।
চলতি মাসের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে থ্রিজি সেবা চালুর পরিকল্পনা রয়েছে এয়ারটেলের। ২০১৪ সালের জানুয়ারির মধ্যে সাতটি বিভাগীয় জেলায় তারা এ সেবা নিয়ে যাবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. আবু বকর সিদ্দীক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস সাত্তারসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অপর দুই অপারেটর গ্রামীণফোন ও রবি ইতোমধ্যে থ্রিজি সেবা চালু করেছে। বাংলা লিংকও এ মাসেই চালু করার ঘোষণা দিয়েছে।
গত ৮ সেপ্টেম্বর দেশে থ্রিজি তরঙ্গের প্রথম নিলামে অংশ নিয়ে গ্রামীণ ফোন ১০ মেগাহার্টজ এবং বাংলা লিংক, রবি ও এয়ারটেল পাঁচ মেগাহার্টজ করে তরঙ্গ কেনে।  
সে অনুযায়ী প্রতি মেগাহার্টজ ২ কোটি ১০ লাখ ডলার দরে ১০ মেগাহার্টজ তরঙ্গের জন্য গ্রামীণ ফোন সরকারকে পরিশোধ করবে প্রায় ১ হাজার ৬৩২ কোটি টাকা। আর বাকি তিন অপারেটরকে দিতে হবে প্রায় ৮১৬ কোটি টাকা করে।


এই টাকার প্রথম কিস্তি পরিশোধ করে ইতোমধ্যে লাইসেন্স নিয়েছে চার প্রতিষ্ঠান।  
কোনো অপারেটর নয় মাসের মধ্যে দেশের সব বিভাগে থ্রিজি সেবা চালু করতে না পারলে তাদের ৫০ কোটি টাকা জরিমানা গুণতে হবে বলে বিটিআরসি জানিয়েছে।
বেসরকারি এ চার অপারেটর জানিয়েছে, গ্রাহকরা তাদের পুরনো সিমের প্যাকেজ বদলালেই থ্রি সেবা পাবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।