আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী ব্যাংকের বৈশিষ্টাবলী :----

ইসলামী ব্যাংক ১। ইসলামী ব্যাংক এমন একটি আথিক প্রতিষ্টান,যার মৌলিক বিধান ও কম্র্ পদ্ধতির সকল স্তরেই ইসলামী শরীয়ার নীতিমালাকে মেনে চলতে বাধ্য এবং কম্মকান্ডের সকল পযায়ে সুদকে হারাম করা হয়েছে। ২। ইসলামী ব্যাংক অথের ব্যাবসা করে না,বরং পন্যের ব্যাবসা করে। আর অথকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাবহার করে।

৩। ইসলামী ব্যাংক সকল ক্ষেেএ ইসলামী শরীয়ার নীতিমালাকে পুরোপুরি মেনে চলতে বাধ্য। এতদুদ্দেশ্যে ইসলামী ব্যাংকে একটি তদারককারী শরীয়া বোড থাকে। শরীয়া বোড অনুমোদন করে না এমন কাজে হাত দেয়া তার পক্ষে সম্ভব নয়। ৪।

কেবল মুনাফা অজন করা ইসলামী ব্যাংকের মুখ্য উদ্দেশ্য নয়। ইসলামী ব্যাংক কে সমাজের কল্যান ও অকল্যানের প্রতি দৃষ্টি রাখতে হয়। তাই লাভ জনক হলেও সমাজের জন্য ক্ষতিকর এমন কোনো খাতে ইসলামী ব্যাংক অথ বিনিয়োগ করে না। ৫। ইসলামী ব্যাংক আসলের অতিরিক্ত কোনো অথ পাওয়ার উদ্দেশ্যে লোন বা ঋন হিসেবে কাউকে কোনো অথ প্রদান করে না।

৬। ইসলামের অংশীদারী কারবারে অথ যোগানদাতা ও অথ গ্রহিতা উভয়েরই যৌথ দায়িত্ব থাকে এবং পূব নিধারিত চুক্তি অনুসারে ব্যাবসার লাভ লোকসানের অংশ নেয়। ৭। ইসলামী ব্যাংক ব্যাবস্থায় সুনিশ্তিত ও সুনিদিষ্ট আয়ের নিষ্চয়তা নেই । ব্যাংকের বিশেষঙ্গগন ব্যাবসার লোকসানের ঝুকি হ্রাস বা সম্পূন বিলোপ করতে সবাত্বক প্রচেষটা চালায়।

৮। ইসলামী ব্যাংক তার আমানত কারীদেরকে কোনো নিদিষ্ট লাভ প্রদানের বানী শুনায় না। আমানত কারীদের অথ ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে সে মুনাফা অজন করে থাকে,তার থেকে একটি অংশ (পূব শতানুযায়ী) আমানতকারীদেরকে প্রদান করে থাকে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.