আমাদের কথা খুঁজে নিন

   

বরগুনা-২ আসনে ভোট গ্রহণ শুরু

বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনে উপনির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত। সকাল সাড়ে নয়টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

সকাল সোয়া নয়টার দিকে মাদারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমান। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ এবং জয়ের বাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ার সকাল সোয়া আটটার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুবর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন।

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে লক্ষ করার মতো ভোটারের উপস্থিতি রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত বরগুনা-২ আসনের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩১ হাজার ৩। ৯৬টি ভোটকেন্দ্রে ৫২৮টি কক্ষে একটানা ভোট গ্রহণ চলবে।  

নির্বাচন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ২৭ জন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া প্রতিটি ইউনিয়নে পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও এপিবিএনের সমন্বয়ে সাদা পোশাকে একটি করে ভ্রাম্যমাণ বাহিনী, প্রতি তিন ইউনিয়নে একটি করে স্ট্রাইকিং ফোর্স, ২০টি দলে র্যাবের ৩০০ সদস্য, প্রতি উপজেলায় দুই প্লাটুন করে ছয় প্লাটুন বিজিবি ও কোস্টগার্ডের তিন প্লাটুন নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া ১৫ জন নির্বাহী হাকিমের নেতৃত্বে ১৫টি ও চারজন বিচারিক হাকিমের নেতৃত্বে চারটি ভ্রাম্যমাণ আদালত থাকবেন।

গত ২৬ জুলাই বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাংসদ গোলাম সবুর সড়ক দুর্ঘটনায় নিহত হন। এতে আসনটি শূন্য হয়।

 



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।