আমাদের কথা খুঁজে নিন

   

২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৯.৭ বিলিয়ন

২০৫০ সাল নাগাদ বিশ্বের এ জনসংখ্যা বেড়ে ৯.৭ বিলিয়নে দাঁড়াবে। বুধবার ফ্রান্সের এক জরিপে এমন তথ্য পাওয়া গেছে। বিশ্বের বর্তমান জনসংখ্যা ৭.১ বিলিয়ন। জাতিসংঘ, বিশ্বব্যাংক ও অন্যান্য দেশের বিখ্যাত প্রতিষ্ঠানের পাশাপশি ফ্রান্স এই জরিপ কাজ চালায়।

ফ্রান্স ইনস্টিটিউট অব ডেমোগ্রাফিক স্টাডিজের দ্বি-বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এ শতকের শেষ নাগাদ পৃথিবীর জনসংখ্যা বেড়ে ১০ থেকে ১১ বিলিয়নে দাঁড়াবে।

গত জুনে জাতিসংঘের এক জরিপে বলা হয়, ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা বেড়ে ৯.৬ বিলিয়নে দাঁড়াবে। বিশ্বে বর্তমানে ৬০ বা আরো বেশি বয়সের জনসংখ্যা ৮৪ কোটি ১০ লাখ। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে দুইশ’কোটিতে দাঁড়াবে এবং ২১০০ সালে এ সংখ্যা আরো বেড়ে প্রায় তিনশ’কোটিতে দাঁড়াবে। ওই সময় চীনকে টপকিয়ে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন।

দেশটির বর্তমান জনসংখ্যা ১.৩ বিলিয়ন।

বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে এর পরের অবস্থানে রয়েছে ভারত (১.২ বিলিয়ন), আমেরিকা (৩১৬.২ মিলিয়ন), ইন্দোনেশিয়া (২৮৪.৫মিলিয়ন) ও ব্রাজিল (১৯৫.৫ মিলিয়ন)। তবে জরিপ অনুযায়ী ২০৫০ সাল নাগাদ ভারত চীনকে টপকিয়ে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হবে। ওই সময় ভারতের জনসংখ্যা বেড়ে দাঁড়াবে ১.৬ বিলিয়নে। ১.৩ বিলিয়ন জনসংখ্যা নিয়ে বিশ্বে জনসংখ্যার দিক থেকে চীন দ্বিতীয় অবস্থানে চলে যাবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।