আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ - নদী নিরবধি


নতুন নতুন পদ্মার তীর ছেড়ে গেছি, সেই দেশের বন্ধুরা জিজ্ঞাসা করে বাড়ীর জন্য, বন্ধুদের জন্য মন বেশী খারাপ করে কিনা? বলি, তা তো করবেই, তবে সবচেয়ে বেশী উচাটন হয়ে উঠি পদ্মার কথা মনে হলে। প্রতিদিন সুপরিচিত বহমান জলধারা দেখে দেখে চোখ অভ্যস্ত, এখন হাজার হ্রদের দেশে শুধুই বিশাল সব হ্রদ দেখি, কুলু কুলু নদী দেখি না ! তারাই একদিন গাড়ী চাপিয়ে নিয়ে গেল এক নদী দেখতে। ছিমছাম শীর্ণ কিন্তু দারুণ পরিপাটী, স্নিগ্ধ বারিধারাটি বাংলাদেশের খালের মত হলেও সেটি আসলেই একটি নদী, নাম কুভানসি। কী যে মোলায়েম আনন্দের আকর ছিল একরত্তি নদীটা ! সুযোগ পেলেই যেতাম তার তীরে নয়ন জুড়োতে।

ভিনগ্রহী নদী, পেরু
নেপালের রূপতি নদী
আন্দেজের নদী
নেভা নদীর তীরের লেনিনগ্রাদ ( সেইন্ট পিটার্সবার্গ)
পৃথিবী বিখ্যাত কালীগণ্ডকী।

উল্লেখ্য, আমাদের গ্রহের অন্যতম উঁচু দুই পর্বতশৃঙ্গের ধবলগিরি ও অন্নপূর্ণার মাঝে অবস্থিত এই কালীগণ্ডকী উপত্যকা বিশ্বের সবচেয়ে গভীরতম উপত্যকা, প্রায় চার ভার্টিকাল মাইল নিচে,এর মধ্য দিয়েই সাবলীল ভঙ্গিতে বয়ে চলা নদীটি ভূ-তাত্ত্বিকদের জন্য যথেষ্ট সমস্যার তৈরি করেছে অনেক বছর ধরে। এর উৎপত্তি আর এই অঞ্চলে প্রাপ্ত জীবাশ্মের সমাহার নিয়ে উদ্ভব হয়েছে অসংখ্য উত্তর না মেলা প্রশ্নের, অনেক বছরের নিবিড় গবেষণার পর যে তথ্য পাওয়া গেছে তা মাথা ঘুরিয়ে দেবার মত, কালীগণ্ডকী নদী হিমালয় পর্বতমালার চেয়েও প্রাচীনতর!! ভূপৃষ্ঠে হিমালয়ের আবির্ভাবের অনেক আগে থেকেই সুউচ্চ পামির মালভূমি থেকে আদি টেথিস সাগর পানে বয়ে চলত এই নদী, প্রায় ১৪ কোটি বছর আগে প্রাচীন মহাদেশ গণ্ডোয়ানাল্যান্ডের সাথে ভারতীয় প্লেটের সংঘর্ষের ফলে হিমালয়ের জন্ম শুরু হলে কালীগণ্ডকী মধ্য দিয়েই পথ খুজে নেই নিচের দিকে সাগর পানে, এমন প্রাচীন নদী জগতে আর দ্বিতীয়টি নেই।
কখনো আমি স্বপ্ন দেখি যদি স্বপ্ন দেখবো একটি বিশাল নদী। নদীর ওপর আকাশ ঘন নীল নীলের ভেতর উড়ছে গাঙচিল। আকাশ ছুঁয়ে উঠছে কেবল ঢেউ আমি ছাড়া চারদিকে নেই কেউ।


অ্যাভন নামটি শুনলেই সবার মাথায় ঘুরে উঠে শেক্সপীয়ারের সংলাপ, কিন্তু ইতিহাসের আরও একটি মহা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই নদী, ধারণা করা হয় বিশ্বের বিস্ময় স্টোনহেঞ্জ নির্মাণের সময় এই নদী দিয়েই জলপথে বিশালাকায় পাথরগুলো আনা হয়েছিল- বিলেতের সালসবুরি কাউন্টিতে তোলা ছবি-
জাদুদুর্গ দেখতে যেয়ে এই নিরিবিলি চেক দেশীয় সুন্দরীর সাথে দেখা, নাম তার বেরুনকা
অলিম্পিকের সজ্জা, টেমস
এশিয়ার বাহিরেও যে দুকূল ছাপানো নদী হতে পারে তার প্রমাণ প্রথম পেয়েছিলাম আর্জেন্টিনার প্লেট (প্লাতা) নদী দেখে-
প্রমত্তা
মেযপালকদের নদী, আন্দেজ
ফিনল্যান্ডের এসপো শহরের এই পুঁচকে নদীটাকে মানুষ টিকিয়ে রেখেছে বিশাল সব পরিকল্পনা করে, তার উপড়ে শপিং মল হলেও, গাড়ী চলার রাস্তা হলেও সেই বয়ে চলার ধারা ঠিকই অব্যাহত আছে-
এস্তোনিয়ার নীল নদী
দানিয়ুবের কোলেই অবস্থিত হাঙ্গেরির সংসদ ভবন, যাকে বলা হয় ইউরোপের সবচেয়ে সুন্দর সংসদ
পরী নদী, এই ছিপছিপে নদীটার নাম আসলেই পরী নদী, পূর্ব এস্তোনিয়ায় তার নিবাস
আল্পসের বিস্ময়
তারতু শহরের এমা নদী, যার অর্থ নদী মাতা !
ক্রোয়েশিয়ার সামোবোর শহরের সাজানো নদীটা
ফিনল্যান্ডের এক বুনো নদী
স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানার মাঝ দিয়ে বয়ে চলা লুবলিয়ানিকা নদী, সদ্য বিবাহিতরা তালা ঝুলিয়ে চাবি নদীতে বিসর্জন দেয় যেন তাদের সংসার এই আটকে রাখা তালার মত দৃঢ় হয় এই বিশ্বাসে
দানিয়ুবের গোধূলিলগ্ন
ভোলতাভা নদী, প্রাগ
আর্জেন্টিনার তাইগ্রিসে কিশোরদের নৌকাভ্রমণ
সতেজ নদী, কিউবা
দক্ষিণ আফ্রিকার এই নদী দেখেই মনে হয়েছিল অভিযাত্রীদের কথা, শংকরের কথা-
পবিত্র ইনকা উপত্যকা, যেখানে আলুর জন্ম হয়েছিল, সেই নদীটার বিশেষ গুরুত্ব আছে বটে মানব ইতিহাসে!
একপাশে বুদা, আরেক পাশে পেস্ট, মাঝে দানিয়ুব!
স্লোভেনিয়ার ফিরোজা নদী
ছলছল
সাঁঝের টেমস
জর্মন দেশের তুবিংগেন শহরের ঝকঝকে নদী
প্রিয়তমা উরুবামবা, মাচুপিচুর পথে
ল্যুভ জাদুঘর থেকে দেখা সীন নদী, প্যারিস
পরভো শহরের ছবি নদী
প্রিয় নদী কানিমার, কিউবা
আরনো নদী, ফ্লোরেন্স
উফিজি গ্যালারী থেকে দেখা আরনো নদী
নারায়ণী নদীর ভোর, চিতোয়ান বন
নদীর জলে কার ছায়া গো ?
ইতিহাস বিধৌত তিবের, রোম
একটি মৃত নদীর আত্মকাহিনী, তিব্বত
ল্যাপল্যান্ডের স্বর্ণনদী, এই ধরনের নদীতেই সোনা পাওয়া যায়
বাশিওয়ালার শহর, হ্যামিলনের নদীর নামও হ্যামিলন
অস্ট্রিয়া- জার্মানির সীমান্তের একটি নদী
এবং আফ্রিকা
সুমহান নির্জনতা
তিরলের নদী
ক্রোয়েশিয়া-স্লোভেনিয়ার সীমান্তের পান্নাসবুজ নদী
আগেই বলেছি- নদীপ্রধান দেশের মানুষ আমি। শৈশব, কৈশোর কেটেছে পদ্মাতীরের রাজশাহীতে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, নাফ, ইছামতী, ধলেশ্বরী কত অসম্ভব সুন্দর নদীগুলো আমাদের চিরসবুজ পলিমাটির দেশটা তৈরি করেছে লক্ষ হাজার বছর ধরে, তাই কোন দেশে গেলেই সেখানকার স্থানীয় নদী দেখার জন্য মন আনচান করে, হয়ত সেই নদীর তীরে ইতস্তত পথ ভুলে বেড়ানো কোন শিশুকে দেখে রোমন্থন করি নিজের শৈশব, পৃথিবীর সব নদীর জেলেকেই মনে হয় অতি আপন পদ্মাপারের জেলে। সোজা কথায় বলি- আমি নদী জমাই। বিভিন্ন চিত্রবিচিত্র নদী, তাদের বাঁক, লোকজন, জীবনযাত্রার সাথে একাত্নতা বোধ করি।


বাংলাদেশের কয়েকটি নদী নিয়ে আগে একটি পোস্ট দিয়েছিলাম এইখানে, আজ তাই বিশ্বের অন্যান্য অঞ্চলের নদীরাই থাক সচল জুড়ে প্রবাহমান-
এই পোস্টটি সেই সকল মানুষদের জন্য যারা নদী জমায়, এবং বিশেষ ভাবে সচল পরিবারের সদস্য সাবরিনা শারমীন নদীর জন্য।
শুভ জন্মদিন নদী। ( এই উপলক্ষে তার জাকালো গোঁফের বিখ্যাত বাবা আমাদের রিটন ভাই একখানা ছড়া লিখে শেয়ার দিলে তো আর কিচ্ছু বলারই নেই ! )

সোর্স: http://www.sachalayatan.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।