আমাদের কথা খুঁজে নিন

   

এক পেইজে ১২০ কোটি মুখ!

সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ‘দি ফেইসেস অফ ফেইসবুক’ নামের এক প্রকল্পে একশ’ কুড়ি কোটি মানুষের ছবি নিয়ে কাজ করেছেন স্পেনের প্রযুক্তিবিদ ন্যাটালিয়া রজাস।
রজাস বলেন, “ফেইসবুক নিয়ে খেলতে খেলতে এ চিন্তা মাথায় আসে। নিজ থেকেই তাই এই কাজ শুরু করি। দেড় বছরব্যাপী তৈরি এ পেইজটিতে বিভিন্ন সময়ে ফেইসবুকে যোগ দেওয়া মানুষের মুখাবয়ব সংযুক্ত করা হয়েছে। এতে বিভিন্ন সময়কাল অনুযায়ী ছবিগুলোকে সাজানো হয়েছে।


সবগুলো ছবি একই পেইজে হওয়ায় নিজেকে খুঁজে পেতে কিছু কৌশল অবলম্বন করতে হবে। কারণ পেইজটিতে ঢুকলে প্রথমেই দেখা যাবে তাতে অসংখ্য রঙিন পিক্সেল। জুম করলে রঙিন পিক্সেলগুলো একেকটি ছবিতে পরিণত হবে।
ইমেইলে রজাস সিএনএনকে জানান, শুধু ছবি নিয়ে আলাদা একটি পেইজ তৈরি করা হলেও তাতে ছবি ছাড়া ব্যবহারকারীদের প্রোফালের ব্যক্তিগত তথ্য বা লিংক নেই। তাই এটা ফেইসবুকের প্রাইভেসি আইন লক্সঘন করবে না।


ফেইসবুক এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।