আমাদের কথা খুঁজে নিন

   

ভাইসব...কলা এখন ১২ টাকা "কেজি" !!!



ক্যাম্পাস থেকে বাসায় ফিরছি, দেখলাম রাস্তার ধারে এক ছেলে ভ্যানে করে বিশাল ঢাকিতে কলা বিক্রি করছে । এরপর কলা বিক্রেতার সাথে আমার কিছু কথা হল : -কলা কত করে হালি ? -১২ টাকা কেজি । [আমি ভাবলাম ব্যাটা ফাজলামি করছে] -কত করে হালি ?! [বিরক্ত হয়ে] -১২ টাকা কেজি । -মানে কি ?! কেজিতে কলা বিক্রি করছো ?! -জি কেজিতেই বিক্রি করছি । যাই হোক বড়ই হতবাক হয়ে ২ কেজি কলা ২৪ টাকা দিয়ে কিনে ভাবতে ভাবতে আসলাম, সেদিন আর দেরি নাই যখন বাজারে গিয়ে বলবো, "বড় বড় দেখে ১ কেজি ডিম দিয়েনতো, দেইখেন ফাঁটা দিয়েন না ।" "ও ভাই মরিচের হালি কত ?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।