আমাদের কথা খুঁজে নিন

   

সারফেস-২ এবার ককপিটে

সংবাদ সংস্থা বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, পাইলটদের জন্য  একটি কাস্টমাইজড অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিমানের কি চার্টস ও নেভিগেশন টুলস সম্পর্কিত তথ্য সংরক্ষণ করা হবে।
ট্যাবলেট ব্যবহারের ফলে বিমানচালকদের ১৭ কেজি ফ্লাইট-ব্যাগের ওজন কমে যাওয়ায় জ্বালানির খরচও কমে যাচ্ছে। ২০১৪ সালের মধ্যে সমস্ত ককপিটেই কাগজের পরিবর্তে ট্যাবলেটের ব্যবহার করা যাবে বলে ধারণা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। অনেক বাণিজ্যিক বিমান সংস্থাও এখন ট্যাবলেট ব্যবহার করে।
ডেল্টার এক মুখপাত্র সংবাদ সংস্থা বিবিসি কে জানিয়েছেন পাইলটরা নিজের ব্যক্তিগত কাজেও সারফেস-২ ব্যবহার করতে পারবেন কিন্তু তার জন্য আলাদা ব্যক্তিগত প্রোফাইল থাকতে হবে।
ডেল্টার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন স্টিভ ডিক্সন জানিয়েছেন, সারফেস ট্যাবলেট ব্যবহারের ফলে ফ্লাইটের তথ্য পর্যবেক্ষণে সময় বাঁচবে এবং চালকদের সহজেই আকাশের ও স্থলের যেকোনো পরিবর্তন দৃষ্টিগোচর করবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।