আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ-পূজায় ব্যাংক-বন্দর-শুল্ক ভবন চালুর অনুরোধ

বৃহস্পতিবার এফবিসিসিআই’র এক বিবৃতিতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ পরিস্থিতিতে কোনো ধরনের বিঘ্ন যেন না ঘটে সেজন্য চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর, বেনাপোল, সোনামসজিদ, হিলিসহ বিভিন্ন স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম পবিত্র ঈদ-উল-আযহা এবং দুর্গাপূজার ছুটির সময় সীমিত আকারে হলেও চালু রাখা অত্যন্ত প্রয়োজন বলে এফবিসিসিআই মনে করে।
এজন্য ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির সময় শুল্ক, ব্যাংক, সমুদ্র বন্দর ও স্থল বন্দর কর্তৃপক্ষের অফিস সীমিত আকারে খোলা রাখার হলে তা পণ্য সরবরাহ সচল রাখতে সহায়তা করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে এফবিসিসিআই ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও স্থল বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে বলে জানানো হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।