আমাদের কথা খুঁজে নিন

   

সত্যতা জানতে চাই, মাছ কী করে মানুষের লিঙ্গ পরিবর্তন করতে পারে ?????

এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে। শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশান। ২-১ দিন হল শুনছি, কিছু সংগত কারণে তেলাপিয়া মাছ খেলে নাকি মানুষের লিঙ্গ পরিবর্তন হয়ে যায়। ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে।

ঘটনার শুরু/শেষ কিছুই বুঝচ্ছিলাম না। আজ হোস্টেলে তেলাপিয়া মাছ দিতেই কিছু কিছু মেয়ে চিৎকার করে উঠলো। তেলাপিয়া মাছের ওজন বাড়াতে মাছের শরীরে একটি হরমোন প্রয়োগ করা হয় যা থেকে একধরনের নতুন হরমোন উৎপন্ন হয়, আর সেই হরমোন যদি মানুষের শরীরে গিয়ে থাকে তাহলে তা মানুষের লিঙ্গ পরিবর্তনে সক্ষম। অনেক ফার্মের কর্মকর্তারাও নাকি স্বীকার করেছেন। এতক্ষণ পুরা শোনা কাহিনী পেস্ট মারলাম।

আমার কাছে ব্যাপারটা অনেকটাই আষাঢ়ে গল্প মনে হয়।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।