আমাদের কথা খুঁজে নিন

   

এক জন গান ওয়ালা



আমার ফেসবুক অ্যাকাউন্ট টা বাদ রাখলে, অন্য সব ভার্চুয়াল অ্যাকাউন্ট এ আমার নাম গান ওয়ালা। অনেকের ধারনা, আমি যে গানা-বাজানা করি, তা প্রকাশ করার জন্যই আমি এই নাম টা ব্যাবহার করি। কিন্তু বাস্তবতাটা আসলে পুরাই ভিন্ন। আমার মিউজিক করার সাথে নামটির কিন্তু কোন সম্পর্ক নেই। আমি মিউজিক এর সাথে প্রথম জরাই ২০১০ সালের দিকে।

আর নামটি ব্যাবহার করি আর অনেক আগে থেকে। এই নামের ইতিহাস জানতে হয়, তাহলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে ২০০৫-২০০৬ সালের দিকে। তখন বিটিভি তে একটা অনুষ্ঠান হত, সিসিমপুর । অই অনুষ্ঠানে দুটো চরিত্র ছিল, গানওয়ালা আর ভুত। কেন যেন এই দুজনকে সে সময় খুব ভাল লাগত।

আমি তখন জিলা স্কুল এ পরি। আমার একজন ফ্রেন্ড সালেহিন শরিফ, যে কিনা এখন বুয়েট এ পরে, সিসিমপুর এ গান ওয়ালা আর ভুত যা যা করত, পরের দিন আমরা স্কুল এ তাই অভিনয় করতাম। তবে আমাদের মধ্যে একটা বিসয় নিয়ে সব সময় ঝগড়া লাগত, আর তা হল, কে গান ওয়ালা হবে। কারন দুজন ই গান ওয়ালা হতে চাইতাম। প্রত্তেক বার শরিফ কে ইমোশনাল করে আমি গান ওয়ালা হতাম।

তখনকার সিসিম পুর এর গান ওয়ালা, এখন বাস্তব জীবনেই এক জন গান ওয়ালা। শরিফ এর সাথে দেখা হলে এখনও আমি ওকে গান ওয়ালা বলে ডাকি। শরিফ ও আমাকে গান ওয়ালা ডাকে। মাঝখান থেকে রিয়াদ হয়ে গেল ভুত। রিয়াদ এর ভুত হয়ার গল্প না হয় অন্য কোন দিন বলব ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।