আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি দ্রুতগতির সাশ্রয়ী ইন্টারনেট মূলা ঝোলানো কারবার!!!!

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়।

ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থ
3G লাইসেন্স পাবার পর সেটার পরে পয়েন্ট দিয়ে সংখ্যার মান বাড়ানোর জন্যে একেকটা কোম্পানীর হিড়িক পড়ে যায়। কেউ 3G, কেউবা 3.5G আবার কেউ 3.9G (ভাবখানা এমন যে আর একটুর জন্যে 4G দিতে পারে নাই)। 3G মানে হল হল UMTS যার সর্বোচ্চ গতি 3.2mbps।

3.5G হল HSDPA/HSUPA যার সর্বোচ্চ গতি 14mbps। আর 3.75G হল HSPA+, এর সর্বোচ্চ গতি 21mbps। এখন প্যাকেজ দেখার পর হা হয়ে গেলাম, কোন কোম্পানীই 1mbps এর উপর স্পিড দিচ্ছে না। তার উপর ইন্টারনেটের দাম কমবে ভাবছিলাম, এখন দেখি সেটা তুলনামূলক হারে আরো বেড়েছে। তবে কি দ্রুতগতির সাশ্রয়ী ইন্টারনেট মূলা ঝোলানো কারবার!!!! অপারেটরদের কাছে প্রশ্ন, যে স্পিড আপনারা অফার করছেন তাতে তো 3G ই যথেষ্ট ছিল তবে এই "থ্রি" এর পর এত এত পয়েন্ট যোগ করে কি করলেন আপনারা? জাতি জানতে চায়।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।