আমাদের কথা খুঁজে নিন

   

বিকাশে টাকা পরিশোধ করা যাবে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের

বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের। এই হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগীরা যাতে সহজে টাকা পরিশোধ করতে পারেন, সে লক্ষ্যেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। ১০ অক্টোবর থেকে এই সেবা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি বিকাশ লিমিটেড এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল এস কাদির ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।