আমাদের কথা খুঁজে নিন

   

রুট ছাড়াই এখন আপনার মোবাইলে গেমলফট এর বড় বড় গেম খেলুন অতি সহজে ।

যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি  । আজ আমার প্রথম টিউন । আমার টিউনটি  যারা অ্যান্ড্রয়েড ব্যাবহার করে তাদের জন্য ।
আমি Real football 2013 এবং Asphalt 7 Heat 3 d চালিয়েছি । কিন্তু আপনারা চাইলে যেকোনো গেমলফট এর গেম চালাতে পারেন।

আমার মোবাইল  অ্যান্ড্রয়েড ভারশন ২.৩ ,রেম ৫১২ এমবি এবং প্রছেছর ১ গিগাহার্টস ।
এ ধরনের গেমস মোবাইলে ডাউনলোড করতে গেলে দেখা যায় অর্ধেক হয়ে বাদ হয়ে যায় । তাছারা মোবাইল এর উপর অধিক চাপ পরে এবং বেসির ভাগ সময় ডাউনলো কোনো না কোনো কারনে  বাদ হয়ে যায়  তাই কম্পিউটারে ডাউনলোড করে ব্যবহার করতে হয় । মোবাইলে ডাউনলোড করলে কিছু করার প্রয়োজন হয় না।
প্রথমে  অ্যান্ড্রয়েড এর জন্য google এ গেমলফট এর যেকোনো গেম   search দিবেন ।

যেকোনো অ্যান্ড্রয়েড অএব সাইট থেকে বা  TORRENT  সাইট থেকে । তাছারা  SOFTONIC.COM  এবং  MOB.ORG থেকেও  করতে  পারেন। যেখান থেকে গেমটি ডাউনলোড করবেন সেখান থেকে গেমটির APK
ডাউনলোড করে নিবেন। ZIP করা হলে EXtract করুন WINrar দিয়ে । EXtract folde r সহ করতে হবে ।

এবার আপনার মোবাইল এ গেমস এর APK টি Install করুন । এবার মোবাইল এর মেমোরি কার্ডএ ডুকুন। Android নামের  দুইটা ফোল্ডার আছে  android এবং Android আপনি বড় অক্ষর দারা লেখা । আপনি দ্বিটিও ফোল্ডারএ ডুকুন দেখবেন obb নামের একটি । আর ফোল্ডার যদি না থাকে তবে তৈরি করে নাম দিবেন obb ।

এবার
এবার আপনার গেমস এর EXTRACT করা ফোল্ডারটি কম্পিউটার থেকে  মেমোরি কার্ড এর obb ফোল্ডারএ রাখুন । এখন মোবাইল সংযোগ কম্পিউটার থেকে খুলে ফেলুন । Install দেয়া  APK টি  OPEN কুরুন এবার আপনার গেম start নিবে । যদি কোনো কারনে গেম open না হয় তাহলে বুজবেন আপনার  কথাও ভুল হয়েছে । তার জন্য আমি দাই না ।


আমার টিউন যদি ভালো লাগে তবে LIKE দিবেন ।
FACEBOOK - এ আমি : facebook.com/hasib.saikut

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।