আমাদের কথা খুঁজে নিন

   

বরগুনা-২ আসনের ভোট প্রত্যাখান করেছে ইসলামী আন্দোলন

ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা ২ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে।

আজ বিকেলে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

 

তার অভিযোগ , বৃহস্পতিবার অনুষ্ঠিত বরগুনা-২ আসনের উপ নির্বাচনে চরমোনাই পীরের মনোনীত প্রার্থী গোলাম সারওয়ার হিরুকে ভোট কারচুপি এবং ডাকাতি করেই হারানো হয়েছে।

নির্বাচন প্রত্যাখান করে কাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

তিনি বলেন, ভোটকেন্দ্রে আসতে বাধা, জালভোট প্রদান এসব অভিযোগ স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন। এ বিষয়ে পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার ও প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বাধ্য হয়ে আমরা বৃহস্পকিবার রাতে ঢাকাস্থ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব (প্রশাসন) সিরাজুল ইসলাম ও যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা ২) জেসমিন টুলির কাছে লিখিত অভিযোগ করেছি। তারা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।

এ ব্যাপারে অবিলম্বে তড়িত পদক্ষেপ না নিলে সারা দেশে সরকার বিরোধী আন্দোলন শুরু কর‍া হবে বলে জানান তিনি। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।