আমাদের কথা খুঁজে নিন

   

একশ' দুপুর

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় !

তোমার সাথে একশ' দুপুর আলাপ রেখে বন্ধ অম্ল প্রেমের ঢালছি চোখে করতে প্রেমে অন্ধ ? শাস্তি তোমায় দিতে গিয়ে উড়ে গেছে শান্তি আমার ঝগড়াঝাটির হল্লা তাতেও লোভ মেশানো তোমায় পাবার । সমস্ত রাত মস্ত আকাশ আগুন জ্বালে চোখের তারায় দুপুর হলেই লাভার ভাপে ঝরছে তারাই অঝর ধারায় । ক্ষমা দিলে শর্ত ছাড়া জানি তুমি আহ্লাদী পরে আরো বিগড়ে যাবেই রাগ না দেখাই এখন যদি । এই ভেবে তাই খামচি মেরে রাখছি ধরে রাগের ঝুঁটি কপট রাগের খাদ মিশিয়ে গড়তে প্রেমের শক্ত খুঁটি ! হল না হয় অন্ধ প্রেমে মন্দ রাগের ফুলকি ছোটা অনেকখানি হাসির মাঝে হোক না কাঁদন ছিটেফোঁটা ! আমি নাহয় কষ্ট পেলাম তোমায় দিলাম কষ্ট খানিক জ্বলবে তবু নষ্ট প্রেমেই হাজার নেভা তারার মানিক ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।