আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাগাজিন অনুষ্ঠান "ইত্যাদি" এবং বর্তমান হালচাল



অনেক দিন পর কালকে বিটিভি 'তে "ইত্যাদি" দেখলাম, দেখে খুব ভাল লাগল কিন্তু দেখে স্বভাবত প্রশ্ন জাগে "ইত্যাদি" ছাড়া কি আর কোন ম্যাগাজিন অনুষ্ঠান তৈরী কি হবে না ? হানিফ সংক্ষেত নিঃসন্দেহে স্ব-মহিমায় উজ্জল কিন্তু তার উত্তরসুরী বলতে কি আমরা এর পরে আর কাউকে পেয়েছি ? ভাল উপস্থাপক তো বটেই বর্তমানে ম্যাগাজিন অনুষ্ঠানের ও মৃত্যু ঘটেছে বহু বছর আগে। অথচ এক সময় এই ম্যাগাজিন অনুষ্ঠানের অনেক নাম ডাক ছিল, যেগুলো বর্তমানে জাদুঘরের সম্বল। আমাদের দেশীয় ঐতিহ্যবাহী খান্দানী অনুষ্ঠান বলতে ম্যাগাজিন অনুষ্ঠান অন্যতম য়েখানে সামাজিক অসঙ্গতি থেকে শুরু করে যত অনিয়ম-অনাচার সব ছোট ছোট খন্ডিত নাটিকার মাধ্যমে প্রচার করা হয়। বর্তমানে এত চ্যানেল বিদেশী অনুকরণে এত অনুষ্ঠান তার মধ্যে কি আমাদের দেশীয় ম্যাগাজিন অনুষ্ঠান কি তার ভিতরে ঠাই নিতে পারে না ? এই অনুষ্ঠান তৈরীতে তো সময় বরাদ্দ করা হয় মাত্র এক ঘন্টা। তাছাড়া প্রতিদিন এত এত প্রতিভা অন্বেষন করা হয় তার মধ্যে কি ভাল, মানসম্মত, কৌতুক প্রবণ উপস্থাপক কি অন্বেষণ করা যায় না ? এক সময় দেশীয় ম্যাগাজিন কর্তৃক আবিস্কৃত দেশীয় ভান্ডারে এত এত কৌতুক অভিনেতা-অভিনেত্রীতে সমৃদ্ধ ছিল " কিন্তু বর্তমানে বাংলাদেশে কৌতুক শেখার জন্য ইন্ডিয়ান চ্যানেল জিটিভি 'র মিরাকেল থেকে কৌতুক ধার করতে হয় " আর এটাই হচ্ছে আযব বাংলাদেশ !!!!!!! কিছুই বলার নেই আবার শুধু দেখে থাকা ছাড়া উপায় ও নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.