আমাদের কথা খুঁজে নিন

   

নিজে নিজেই শিখে ফেলুন ভিনদেশী ভাষা


উচ্চ শিক্ষা অর্জনে হয়তো জার্মানি যাচ্ছেন। কিন্তু জার্মান তো পারেন না। অলিতে গলিতে যেসব ভাষা ইন্সটিটিউট (?!?!?) গড়ে উঠেছে তাতে আস্থা রাখা যায়না। আবার Goethe Institut এ তো খরচ অনেক। থাক আপনাকে আর কষ্ট করতে হবে না।

আমি ভাষা রপ্ত করার জন্য আপনাকে এমন কিছু তথ্য দিব যা পৃথিবীর আড়াই কোটি মানুষ ব্যবহার করে। যা US Federal Government এর উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে FBI, CIA এর নিকট স্বীকৃত । আমি নিজেও জার্মান শিখতে বিভিন্ন কোচিং সেন্টারে খোজ নিয়েছি, তাদের শিখানোর ধরন কখনো ভাষাকে আমার নিকট ইন্টারেস্টিং করে তুলে নি। সেখানে কয়েক বছর ধরে পড়লেও আপনি দেখবেন এক ৪ বছরের জার্মান শিশু আপনার চেয়ে ঢের ভালো জার্মান বলতে পারছে। পুড়ো ভাষা শিক্ষাই তখন আমার কাছে দুঃসপ্নের ব্যাপার ছিল।

আসলে পার্থক্য কোথায় জানেন ? আমরা শিখি ভাষার গ্রামার, ভোক্যাবস, ফ্ল্যাশ কার্ড করি মুখস্ত ইত্যাদি ইত্যাদি। আর ঐ শিশুটা কিভাবে শিখেছে ? সে কোন গ্রামার শিখেনি, সে আপনার মত হাজার হাজার ভোক্যাবস শিখেনি, সে আপনার মত ক্লাসও করেনি। এবং এটাই ভাষা শিক্ষার সবচেয়ে উত্তম পন্থা। এই Magic key সর্বপ্রথম বের করেন ক্যালিফোর্নিয়া বিশবিদ্যালয়ের অধ্যাপক পল পিমসলার তার মতে ভাষা রপ্ত করার উপায় হল Anticipation: আমাদের কোচিংগুলোতে ইন্সট্রাক্টরের মত আমাদের বলতে হয় Ich habe ein Auto ( আমার একটি গাড়ি আছে), এ পদ্ধতি সত্যিই বিরক্তিকর। পিমসলারের মতে, আমাদের মস্তিষ্ক যে কারো কথার সাথে অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজড হয়ে যায়।

একজন Native বক্তার সাথে Real-life কথোপকথনের মাধ্যমেই ধীরে ধীরে ভাষা মস্তিস্কের সাথে সাথে খাপ খায় এবং নিজ থেকেই মানুষ তখন আপনা আপনি সাড়া দিতে থাকে এবং কয়েকবার ভুল শুধরে আরো ভালভাবে সাড়া দেয়। কথা বলুন একজন বন্ধুর সাথে, Hola amigo ! (হ্যালো দোস্ত!) সে সাড়া হয়ত দিবেনা, কারণ সে শব্দের সাথে পরিচিত নয়। তাকেও শিখিয়ে দিন, সেই আপনাকে উত্তরে বলবে, Hola, Como estas ? ( হ্যালো, কেমন আছো ?) এভাবেই দিনের পর দিন কথা বলুন। স্প্যানিশ শেখা আপনার জন্য সময়ের ব্যাপার হবে। 2. Core Vocabs সব ভাষাতেই vocabulary দরকার হয়।

আপনার হাজার হাজার vocabulary শিখার প্রয়োজন নেই শুধু মাত্র দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন ৫০০ শব্দ শিখলেই হবে। তবে যাই শিখেন না কেন তাড়াহুড়ো করে একসাথে অনেক শব্দ না শিখাই ভালো। এতে আপনার learning process মন্থর হয়ে যায়। 3. Graduated Interval Recall ধরুন একটি ইতালিয়ান শব্দ Amico আপনি এখন শিখলেন। এর অর্থ হচ্ছে বন্ধু।

এখন থেকে ১ ঘন্টা বিরতি দিয়ে শব্দটি আবার মনে করার চেষ্টা করুন। এর পর কাল ঠিক এই সময়ে আবার মনে করুন, এর দুইদিন পর আবার চেষ্টা করুন, এর পরের সপ্তাহে একদিন আবার চেষ্টা করুন। দেখবেন এভাবে কয়েক সপ্তাহ পর আপনার স্মৃতিতে শব্দটি গেথে গেছে। Dr. Paul Pimsler এর স্মৃতিশক্তির উপর এই গবেষণা আজ সাড়া বিশ্বে স্বীকৃত। 4. Organic Learning পিমসলার লিখে ও পড়ে শেখার চেয়ে শ্রবণ ও কথনের উপরে জোর দিয়েছেন।

কারণ এই দুইটার উপরে ভিত্তি করেই আপনার Grammer, Vocabulary, Pronunciation এর অগ্রগতি হবে। পল পিমসলারের এই নতুন ভাষা রপ্ত করার পদ্ধতি ফ্রেঞ্চ, স্প্যানিশ, মান্দারিয়ান, ইতালিয়ান, জার্মান, সুইডিশ, চাইনিজ, রুশ সব ভাষাতেই সাফল্যের সাথে অবদান রেখেছে। তো শুরু করে দিন, Hello, Holla, Bonjour, Tag পৃথিবীর কোন কোন না কোন প্রান্তে আপনার উত্তর দিতে কেউ না কেউ বসে আছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.