আমাদের কথা খুঁজে নিন

   

কিংবদন্তি বিনির্মাণঃ শুরুর গল্প



অতঃপর তিনি ফুঃ দিলেন নড়ে চড়ে উঠলো মাটির পুতুল আকাশ ছেয়ে যায় পরম আদেশে 'একে প্রণাম করো হে তাবদ দেবদূত' । সেই তো শুরু - হ্যা, আমি আমার গল্প বলছি আমি, মানে তাঁর অভিলাষ বাবা আদম। সাষ্টাঙ্গে প্রণাম করে যায় একে একে সব রূপকথার চমক ঘোর - বাধ সাধে প্রধান দূত 'লা শরিক আল্লাহ প্রভু, তোমার কোন অংশীদার নেই প্রণাম করেছি এবং করবো হাজারবার শুধু তোমাকেই' - আত্মশাঘায় বলে উঠে সে 'প্রণাম! মাটির পুতুলকে !!' - হায়, দেখলোই না সে আমার ক্বলবে বসে থাকা স্বয়ং তিনিই! বংশ পরম্পরায় আমিও আদম এখনো আমার ক্বলবে বসে আছেন তিনি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।