আমাদের কথা খুঁজে নিন

   

তিন দিনের ম্যাচ পরিত্যক্ত

ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের। টানা বৃষ্টির কাছে হার মেনে গতকাল বিসিবি একাদশ ও নিউজিল্যান্ডের তিন দিনের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তিন দিনের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কোনো অনুশীলন ম্যাচ ছাড়াই আগামী ৯ অক্টোবর টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে কিউইরা।

ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, আবহাওয়া ও মাঠের পরিস্থিতি বিবেচনা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আউট ফিল্ডে পানি জমে যাওয়ায় প্রথম দিন কোনো খেলা সম্ভব হয়নি।

শনিবার ও রবিবার মাঠের অবস্থার উন্নতির কোনো আভাস নেই। তাই তিন দিনের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে এমএ আজিজ স্টেডিয়ামের আউট ফিল্ডে প্রচুর পানি জমা ছিল। শুক্রবার রাতে ও গতকালের মাঝারি বৃষ্টিতে খেলার অনুপযুক্ত হয়ে পড়ে মাঠ।

গতকাল সকালে দুই আম্পায়ার এনামুল হক ও শরফুদৌলাহ ইবনে শহীদ সৈকত মাঠ পরিদর্শন করে খেলা না চালানোর পক্ষে মত দেন।

সকাল সাড়ে ১০টার দিকে অনুশীলন ম্যাচটি পরিত্যক্তের ঘোষণা দেন ম্যাচ রেফারি আখতার আহমেদ। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশ দল সকালে ও নিউজিল্যান্ড দল দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করে।

বিসিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'গ্রাউন্ডস স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দুই দলই পরিস্থিতি বুঝে এবং সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় আমরা দু:খিত।

'

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।