আমাদের কথা খুঁজে নিন

   

একই নামে একই স্থানে এক নামে তিনটি ফোল্ডার (মজার টিউন )

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সাধারণত একই নামে কম্পিউটারে দুটি ফাইল Save হয় না আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একই Folder এ একই নামে তিনটি Folder তৈরী করতে হয় তার নিয়ম , তাহলে আর কথা না বাড়িয়ে সবাই নিয়ম টা শিখে নিই, আর বন্ধুদের চমক লাগিয়ে দিই। প্রথমে একটি Folder তৈরী করে সেখানে Alt+255 চেপে ফোল্ডারের নামটি লিখুন, তারপর আর একটি Folder তৈরি করে সেই একই নামটি নরমালি লিখতে হবে। এবার তৃতীয় ফোল্ডার তৈরি করার পালা : এখানে আগে Folder এর নাম লিখে Enter না দিয়ে কী-বোর্ড থেকে Alt+255 চেপে ধরে Enter press করতে হবে। ব্যাস হয়ে হয়ে গেল একই স্থানে তিন তিনটি ফোল্ডার। ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।